আজ ঐশ্বরিয়া রাইয়ের জন্মদিন
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১ নভেম্বর ২০২৫, ১৬:১৭
ভারতীয় অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের আজ জন্মদিন। ১৯৭৩ সালের ১ নভেম্বর কর্নাটকের ম্যাঙ্গালোরে জন্ম নেওয়া ঐশ্বরিয়া ছোটবেলায় পরিবারসহ মুম্বাইয়ে চলে আসেন।
মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করে ১৯৯৪ সালে তিনি ‘মিস ওয়ার্ল্ড’ খেতাব অর্জন করেন। ১৯৯৭ সালে তামিল সিনেমা ‘ইরুবার’ দিয়ে অভিনয়ে অভিষেক ঘটে তাঁর। পরের বছর মুক্তিপ্রাপ্ত ‘জিন্স’ ছবিতে অভিনয় করে বাণিজ্যিক সাফল্য পান তিনি।
এরপর বলিউডে ‘হাম দিল দে চুকে সনম’, ‘দেবদাস’, ‘ধুম ২’, ‘জোধা আকবর’, *‘গুরু’*সহ একাধিক হিট সিনেমায় অভিনয় করে দর্শক-সমালোচক সবার প্রশংসা অর্জন করেন।
২০০৭ সালে বলিউড অভিনেতা অভিষেক বচ্চনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ঐশ্বরিয়া। তাঁদের একমাত্র কন্যা আরাধ্যা বচ্চন।
গ্ল্যামার, সৌন্দর্য ও অভিনয়ে এখনও ভক্তদের কাছে সমান জনপ্রিয় এই বলিউড তারকাকে আজ বিশ্বজুড়ে শুভেচ্ছা জানাচ্ছেন ভক্ত ও সহকর্মীরা।
নিফ্লা৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।