লন্ডনে হ্যালোইন পার্টিতে অপু বিশ্বাস
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১ নভেম্বর ২০২৫, ১৭:১৮
বিশ্বজুড়ে এখন হ্যালোইন উৎসবের রঙে রঙিন সময়। পশ্চিমা দেশগুলোয় ৩১ অক্টোবর দিনটি নানা আয়োজনে উদ্যাপন করা হয়। কেউ ভূতের সাজে, কেউ মুখোশ পরে কিংবা কুমড়ার লণ্ঠন হাতে রাস্তায় নামেন আনন্দে। সেই উৎসবের আমেজে এখন শামিল হচ্ছেন বাংলাদেশের তারকারাও।
এর আগে অস্ট্রেলিয়ায় অবস্থানরত জনপ্রিয় নায়িকা শাবনূর তার ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে অংশ নিয়েছিলেন। ভূতের সাজে ছেলেকে নিয়ে তোলা কয়েকটি ছবি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন, যা বেশ সাড়া ফেলে।
এবার আলোচনায় এসেছেন ঢালিউডের আরেক জনপ্রিয় মুখ অপু বিশ্বাস। বর্তমানে লন্ডনে অবস্থানরত এ চিত্রনায়িকা এক ফ্যাশন ডিজাইনারের সঙ্গে হ্যালোইন পার্টিতে যোগ দেন।
সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, অপু বিশ্বাস ও ওই ফ্যাশন ডিজাইনার দুজনেই কালো পোশাকে এবং মুখে মুখোশ পরে উৎসবের আবহে পোজ দিচ্ছেন। ছবিগুলো প্রকাশ করে ফ্যাশন ডিজাইনার লিখেছেন,
“আমাদের হ্যালোইন পার্টি; বলিউড কুইন অপু বিশ্বাসের সঙ্গে।”
হ্যালোইন উৎসব পশ্চিমা সংস্কৃতিতে মূলত মৃতদের স্মরণ ও আত্মার পুনরাগমনের বিশ্বাসকে ঘিরে পালিত হয়। প্রতি বছর ৩১ অক্টোবর এই দিনটি উদ্যাপন করা হয় নানা আয়োজনে— সাজসজ্জা, পার্টি ও কুমড়ার লণ্ঠনের আলোয়।
নিফ্লা৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।