রবিবার, ২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

তাহসানের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন ফারিণ

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২ নভেম্বর ২০২৫, ১২:১২

সংগৃহীত

জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান এবং অভিনেত্রী তাসনিয়া ফারিণ—দু’জনের মধ্যে প্রেমের গুঞ্জন একসময় ছিল বিনোদন অঙ্গনের আলোচিত বিষয়। বছর দুয়েক আগে উঠা এই গুঞ্জনে অনেকে ধারণা করেছিলেন, তারা নাকি বিয়েও করেছেন! তবে শেষ পর্যন্ত সেটি শুধুই গুজব হিসেবেই প্রমাণিত হয়।

মূলত একটি নাটকে একসঙ্গে কাজ করার সূত্রেই এমন খবর ছড়িয়ে পড়ে বলে জানান অভিনেত্রী। বেশ কিছুদিন নীরব থাকার পর সম্প্রতি কলকাতার আনন্দবাজার অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে পুরোনো সেই প্রসঙ্গ ফের আলোচনায় আসে।

বর্তমানে ছোট পর্দা ছাড়িয়ে সিনেমায় ব্যস্ত ফারিণ। বাংলাদেশ ও ভারত—দুই বাংলাতেই সমান জনপ্রিয় এই অভিনেত্রী সম্প্রতি কলকাতা সফরে যান। সেখানে তিনি টালিগঞ্জের পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী, অভিনেত্রী কোয়েল মল্লিক ও অভিনেতা দেবের সঙ্গেও দেখা করেন।

সাক্ষাৎকারে ব্যক্তিজীবন ও বিয়ে নিয়ে প্রশ্নের জবাবে ফারিণ বলেন,

“আমার সঠিক সময় কোনটা, সেটা আমি ঠিক করব। বিয়ের সঙ্গে অভিনয়ের কোনো বিরোধ নেই। বরং বিয়ের পর আমার কাজ বেড়েছে।”

এরপর তাহসানের সঙ্গে পুরোনো গুঞ্জন প্রসঙ্গে তিনি স্পষ্টভাবে বলেন,

“বিষয়টি পুরোটাই ভুলভাল। আমি অনেক দিন প্রেমের কথা প্রকাশ্যে আনিনি। সেই সুযোগে লোকে না জেনে তাহসানের নাম জড়িয়ে দেয়। তারপর যখন আমার প্রেমিককে (বর্তমান স্বামী) প্রকাশ্যে আনি, সবার ভুল ভাঙে।”

উল্লেখ্য, ২০২৩ সালের ১১ আগস্ট দীর্ঘ সাড়ে আট বছরের সম্পর্কের পর শেখ রেজওয়ানকে বিয়ে করেন তাসনিয়া ফারিণ। বর্তমানে তিনি সংসার ও অভিনয়—দুটোর সঙ্গেই সমানভাবে তাল মিলিয়ে চলছেন।

 

নিফ্লা৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top