শাহরুখ খানের ৬০তম জন্মদিন: বলিউড বাদশার অসাধারণ যাত্রাপথ
বিনোদন ডেস্ক: | প্রকাশিত: ২ নভেম্বর ২০২৫, ১৩:১৬
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ উদযাপিত হচ্ছে বলিউডের কিং খান শাহরুখ খানের ৬০তম জন্মদিন। ১৯৬৫ সালে দিল্লির এক সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া শাহরুখ আজ শুধু ভারতের নয়, বিশ্বজুড়ে অসংখ্য ভক্তদের হৃদয়ে রাজত্ব করছেন।
দিল্লির হংসরাজ কলেজ থেকে অর্থনীতি নিয়ে পড়াশোনা শেষ করে নাটক এবং ছোট পর্দা দিয়ে অভিনয় জগতে প্রবেশ করেছিলেন শাহরুখ। ‘ফৌজি’ ও ‘সার্কাস’ ধারাবাহিকের মাধ্যমে তিনি প্রমাণ করেছিলেন তার অভিনয় দক্ষতা। ১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখা এই তারকা প্রথম ফিল্মফেয়ার পুরস্কারও জিতেছিলেন।
‘বাজিগর’, ‘ডর’, ‘আনজাম’-এর মতো ছবিতে অ্যান্টিহিরো চরিত্রে অভিনয় করে তরুণ হৃদয় জয় করার পর, ১৯৯৫ সালে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ সিনেমা তাকে রাতারাতি ‘কিং অব রোমান্স’ হিসেবে প্রতিষ্ঠিত করে। তবে অ্যাকশন হিরো হিসেবে নিজেকে প্রমাণ করতে চাওয়ায় শাহরুখের যাত্রাপথ কখনোই সোজা ছিল না। ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’ চলচ্চিত্রের মাধ্যমে তিনি আবারও বলিউডে নিজের প্রভাব প্রমাণ করেছেন।
শাহরুখের জীবনের সবচেয়ে বড় সমর্থক তার পরিবার—স্ত্রী গৌরী খান ও সন্তানরা—যাদের সঙ্গে তিনি সময় কাটাতে পছন্দ করেন। সিনেমা, প্রযোজনা ও বিজ্ঞাপনের মাধ্যমে অর্থ উপার্জনের কারণে প্রথমবারের মতো বিলিয়নিয়ার ক্লাবের সদস্য হয়েছেন শাহরুখ। ২০২৫ সালের হুরুন ইন্ডিয়া রিচ লিস্টে তিনি প্রথম স্থানে অবস্থান করছেন, সম্পদের পরিমাণ ১২,৪৯০ কোটি রুপি।
শাহরুখ খানের কন্যা সুহানা ইতিমধ্যেই অভিনয় জগতে প্রবেশ করেছেন, বাবা-মেয়ের একসঙ্গে বড় পর্দায় হাজিরা দেখতে ভক্তরা মুখিয়ে রয়েছেন। মুম্বাইয়ের ‘মান্নাত’ এখন এক অন্যতম দর্শনীয় স্থান, যেখানে জন্মদিনে হাজার হাজার ভক্ত তার জন্য ভিড় করেন।
শাহরুখ খান: একটি মধ্যবিত্ত পরিবারের ছেলে, যিনি অধ্যবসায়, ভালোবাসা, আবেগ ও বিনয়ের মাধ্যমে সমগ্র বিশ্বকে জয় করেছেন। শুভ জন্মদিন, কিং খান!
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।