অভিনেতা ঋজু বিশ্বাসের বিরুদ্ধে নারীদের মেসেজে হয়রানি অভিযোগ
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২ নভেম্বর ২০২৫, ১৪:০৬
ভারতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ঋজু বিশ্বাসকে সামাজিক মাধ্যমে একাধিক নারীর মেসেজে ‘হরাসমেন্ট’ ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। ‘বউ কথা কও’ ধারাবাহিক খ্যাত অভিনেতার বিরুদ্ধে প্রথম অভিযোগ করেন এক উঠতি মডেল, যিনি ঋজুর সঙ্গে কথোপকথনের স্ক্রিনশট এবং ফোন নম্বর প্রকাশ করেন।
এরপর আরও কয়েকজন নারী—মডেল, অভিনেত্রী ও কলেজ পড়ুয়ারা—ঋজুর মেসেজের স্ক্রিনশট সামাজিক মাধ্যমে শেয়ার করেন।
এই অভিযোগের পরই আত্মপক্ষ সমর্থনে সাফাই দেন ঋজু। তিনি জানান, “আমি মেসেজ করেছি, কিন্তু কোনো অশালীন প্রস্তাব দিইনি। কেউ প্রমাণ করতে পারবে?” এছাড়া তিনি বলেন, “শাড়ি পরেছে দেখে কমপ্লিমেন্ট করা অন্যায় কি? এমনটা আমার মাকেও করেছি।”
এ ঘটনায় ঋজু একটি মানহানির মামলা দায়ের করেছেন সেই প্রথম অভিযোগকারী মডেলের বিরুদ্ধে। তিনি জানান, সাত মাস ধরে কোনো ধারাবাহিকে দেখা যায়নি তাকে। মায়ের অসুস্থতা ও চিকিৎসার খরচের কারণে অভিনয় থেকে দূরে থাকতে হয়েছে। ঋজু বর্তমানে আর্থিক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন এবং শীঘ্রই কাজে ফিরে আসার আশা করছেন।
নিফ্লা৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।