রবিবার, ২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

কিংবদন্তি রুনা লায়লাকে নিয়ে উপন্যাস ‘মায়ার সিংহাসন’

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২ নভেম্বর ২০২৫, ১৪:২০

সংগৃহীত

কথাসাহিত্যিক আব্দুল্লাহ আল মুক্তাদির কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লাকে কেন্দ্র করে উপন্যাস লিখেছেন। ‘মায়ার সিংহাসন’ নামের এই বইটি চন্দ্রবিন্দু প্রকাশন থেকে আগামী ১৭ নভেম্বর প্রকাশিত হবে।

উপন্যাসের উপজীব্য বাংলাদেশের জন-সংস্কৃতিতে রুনা লায়লার আবির্ভাব, সংগ্রাম ও বিবর্তন। এটি গীতি-উপন্যাস হিসেবে সুরের ভেতর দিয়ে মানুষের মনের যাত্রা ফুটিয়ে তোলে। লেখক জানান, রুনা লায়লার কণ্ঠে গান শুনলে তিনি যেন অন্য এক সময়ে পৌঁছে যান—যেখানে মানুষ কম, সুর বেশি।

প্রকাশনা সংস্থার আশা, বইটি পাঠকদের নতুন সাহিত্য অভিজ্ঞতা দেবে এবং রুনা লায়লার জীবন, সুর ও মায়ার স্মারক হয়ে উঠবে।

 

নিফ্লা৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top