রবিবার, ২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

ডিভোর্সে ৫ কোটি খোরপোশ চান মাহি!

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২ নভেম্বর ২০২৫, ১৬:১৮

সংগৃহীত

ভারতীয় টেলিভিশন দুনিয়ার অন্যতম ‘পাওয়ার কাপল’ জয় ভানুশালি ও মাহি ভিজের বিচ্ছেদের খবরে কয়েক দিন ধরেই সরগরম হয়েছে বলিপাড়া। দেড় দশকের দাম্পত্য জীবনের পর আলাদা হওয়ার গুঞ্জন শোনা গেলেও অবশেষে এই বিষয়ে সরাসরি মুখ খুলেছেন অভিনেত্রী মাহি ভিজ।

মাহী তার ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিওবার্তায় স্পষ্ট করে জানান, জয় তার কাছে শুধু স্বামী নন, তিনি তার পরিবারও। মাহি বলেন, “জয় দারুণ একজন মানুষ এবং খুব ভালো বাবা। তাই যতদিন না আমরা নিজেদের পক্ষ থেকে কোনো মন্তব্য করছি, ততদিন আমাদের ব্যক্তিগত জীবনে নাক গলানো বন্ধ রাখুন।”

এই সময়ে মাহি তাদের সন্তানদের গোপনীয়তা ও মানসিক স্বাস্থ্যের প্রতি উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “আমার ছেলে মোবাইল থেকে একটি নিউজ দেখায় এবং ভাবুন, ও কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে! আজকাল সব বাচ্চার হাতে মোবাইল থাকায় এই ধরনের ভিত্তিহীন খবর তাদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।”

বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই শোনা গেছে মাহি জয় ভানুশালির থেকে ৫ কোটি রুপি খোরপোশ চেয়েছেন। তবে মাহি এই বিষয়টি স্পষ্টভাবে উড়িয়ে দেন। তিনি বলেন, “খোরপোশের বিষয়ে আমার মুখ থেকে কিছু না শুনলে কারও কথায় কান দেবেন না। আলাদা থাকলে নিজের খরচ নিজে চালানো উচিত। প্রত্যেক নারীর অর্থনৈতিক স্বাধীনতা থাকা উচিত, সে বিবাহিত হোক বা অবিবাহিত।”

মাহী আরও বলেন, “যারা কখনো বাইরে কাজের সুযোগ পাননি, তারা খোরপোশ নিতে পারেন। কিন্তু যারা নিজের পরিশ্রমে অর্থ উপার্জন করে, তাদের জন্য খোরপোশ নেওয়া অর্থহীন।”

সুতরাং মাহির বক্তব্যে স্পষ্ট, ব্যক্তিগত জীবন ও আর্থিক স্বাধীনতা নিয়ে যে কোনো ভিত্তিহীন গুঞ্জনের প্রতি সতর্ক থাকার আহ্বান জানান এই অভিনেত্রী।

 

নিফ্লা৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top