শাহরুখ খানকে শুভেচ্ছা জানালেন মমতা ব্যানার্জি
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২ নভেম্বর ২০২৫, ১৮:১৭
বলিউডের কিং শাহরুখ খান আজ পা রাখলেন ৬০ বছরে। জন্মদিনে বিশ্বজুড়ে তার ভক্তদের পাশাপাশি শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্কের টান থেকেই মমতা শাহরুখকে দেখেন নিজের ছোট ভাইয়ের মতো, আর শাহরুখ খানও তাকে শ্রদ্ধা করেন ‘দিদি’ সম্বোধনে।
জন্মদিন উপলক্ষে নিজের এক্স (X) হ্যান্ডেলে মমতা ব্যানার্জি লেখেন—
“আমার ভাই শাহরুখ খানকে জানাই জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা! তোমার অসাধারণ প্রতিভা ও ক্যারিশ্মা দিয়ে আরও বহু বছর ভারতীয় সিনেমাকে সমৃদ্ধ করো।”
মমতার মুখ্যমন্ত্রীত্বের সময় থেকেই শাহরুখ খান পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করছেন। তার আহ্বানে একাধিকবার কলকাতায় গেছেন কিং খান, অংশ নিয়েছেন সরকারি ও সাংস্কৃতিক নানা আয়োজনে।
এদিকে, শাহরুখ খানের জন্মদিন ঘিরে এখন উৎসবের আমেজ মুম্বাইয়ের মান্নাতে। প্রিয় তারকাকে এক ঝলক দেখার জন্য ভক্তদের ঢল নেমেছে তার বাসভবনের সামনে। যদিও জানা গেছে, গত কয়েক মাস ধরে শাহরুখ খান সাময়িকভাবে অন্য এক ভাড়া বাসায় অবস্থান করছেন, তবুও ‘মান্নাত’-এর সামনেই জমেছে ভক্তদের ভিড় ও আনন্দোৎসব।
প্রসঙ্গত, জন্মদিনে ভক্তদের জন্য বড় চমক দিয়েছেন বলিউড বাদশা। প্রকাশ করেছেন তার নতুন সিনেমা ‘কিং’–এর টিজার। অ্যাকশনধর্মী এই ছবিতে শাহরুখের নতুন লুক ইতোমধ্যে দর্শকদের মুগ্ধ করেছে। দক্ষিণী সিনেমার ধাঁচে নির্মিত হতে চলেছে ছবিটি। কেউ কেউ বলছেন, শাহরুখের লুক কিছুটা ‘জওয়ান’-এর স্মৃতি জাগাচ্ছে, তবে অভিনয়ে এবারও তিনি ভাঙতে চলেছেন নিজের সীমানা।
৬০ পেরিয়েও শাহরুখ খান প্রমাণ করছেন— বলিউডের আসল ‘কিং’ এখনো তিনিই।
নিফ্লা৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।