একই পোশাকে শাহরুখ-ব্র্যাড পিট, কে কাকে নকল করছেন
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৫, ১৪:৫২
বলিউড বাদশাহ শাহরুখ খানের নতুন অ্যাকশন সিনেমা ‘কিং’ এর টিজার প্রকাশ হতেই নেটমাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়েছে। রূপালী চুল, বন্দুক হাতে শাহরুখের নতুন লুক প্রকাশ পেয়ে ভক্তরা মুগ্ধ হলেও, একটি বিষয় নিয়ে শুরু হয় তুমুল বিতর্ক।
সমস্যার মূল—শাহরুখের নীল শার্টের ওপর বাদামী জ্যাকেটের কস্টিউম। অনেকে দেখেছেন, একই পোশাক হলিউড সুপারস্টার ব্র্যাড পিটকেও দেখা গেছে তার আসন্ন সিনেমা ‘এফ ওয়ান’-এর দৃশ্যে। এরপরই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় আলোচনা ও সমালোচনা। কেউ কেউ বলেন, "বলিউডের নিয়মিত সস্তা নকলবাজি," আবার কেউ মন্তব্য করেন, "শাহরুখের কস্টিউম ডিজাইনার হয়তো ব্র্যাড পিটের সিনেমা দেখেই এই লুক বানিয়েছেন।"
কিন্তু শাহরুখের ভক্তরা সহজে হার মানেননি। তারা স্মরণ করিয়ে দিয়েছেন যে শাহরুখ এই পোশাক ২০১৭ সালে ‘জাব হ্যারি মেট সেজাল’ সিনেমায় পরেছিলেন। একজন ভক্ত মন্তব্য করেছেন,
“মনে নেই? শাহরুখের সিনেমাতেই তো এইরকম জ্যাকেট ছিল!”
এখনো নেটিজেনদের মধ্যে তর্ক-বিতর্ক অব্যাহত। প্রশ্নটা স্পষ্ট—যদি শাহরুখই আগে এই স্টাইল পরে থাকেন, তাহলে কি ব্র্যাড পিট নকল করেছেন?
উল্লেখ্য, এই দুই নায়কের সিনেমাই এখনও মুক্তি পায়নি। তবে শুধু এক জ্যাকেটের কারণে নেটমাধ্যমে দুই নায়কের ভক্তদের মধ্যে লড়াই শুরু হয়েছে, আর এর সমাপ্তি এখনো অনিশ্চিত।
নিফ্লা৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।