মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

মারাঠি অভিনেত্রীর সঙ্গে গোবিন্দর ঘনিষ্ঠতায়, সর্তক করলেন সুনীতা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৫, ১৮:০৮

সংগৃহীত

বলিউড অভিনেতা গোবিন্দর ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জন নতুন নয়। একসময় তাঁর স্ত্রী সুনীতা আহুজার সঙ্গে সম্পর্কের অবনতি এবং বিবাহবিচ্ছেদের গুঞ্জনও শোনা গিয়েছিল। তবে সম্প্রতি এই দম্পতি জানিয়েছেন, তারা এখনও একসঙ্গেই আছেন এবং ভবিষ্যতেও একসঙ্গেই থাকবেন।

তবু থেমে নেই গুঞ্জন। সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বামী গোবিন্দর ব্যক্তিগত জীবন ও তাদের দাম্পত্য সম্পর্ক নিয়ে খোলামেলা মত প্রকাশ করেছেন সুনীতা।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সুনীতা বলেন, “আমি অনেকবার সংবাদমাধ্যমকে বলেছি যে আমি শুনেছি তাঁর (গোবিন্দর) প্রেমের কথা। কিন্তু যতক্ষণ না আমি নিজের চোখে দেখছি বা হাতেনাতে ধরছি, ততক্ষণ কিছুই বলতে পারব না।”

তিনি আরও যোগ করেন, “আমি একজন মারাঠি অভিনেত্রীর কথাও শুনেছি। তবে এখন এসব নিয়ে ঝামেলা করার বয়স আমার হয়নি। গোবিন্দর উচিত তাঁর মেয়ে ও ছেলের ক্যারিয়ার নিয়ে ভাবা।”

সুনীতার ভাষ্যে, “আমি অনেক গুঞ্জন শুনেছি। তাকে বলেছি, আমার সঙ্গে কথা না বলে যেন কোনও সিদ্ধান্তে না পৌঁছায়। আমি সবসময়ই সত্যি কথাই বলব— আমি মিথ্যা বলি না। সাহসের সঙ্গে কথা বলব, কিছু লুকাবো না। এমনকি আমি গোবিন্দর ভক্তদেরও জিজ্ঞাসা করব— সত্যিই কি তিনি এটা করেছেন?”

শেষে সুনীতা বলেন, “আমি শুধু চাই, সময় শেষ হওয়ার আগেই যেন তাঁর জ্ঞান ফিরে আসে।”

গোবিন্দ ও সুনীতা বলিউডের অন্যতম আলোচিত দম্পতি। দীর্ঘ দাম্পত্য জীবনে নানা গুঞ্জন ছড়ালেও তারা বারবার একে অপরের পাশে থাকার বার্তা দিয়েছেন।

 

নিফ্লা৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top