বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

শুভশ্রীর জন্মদিনে অঙ্কুশের প্রশংসা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৫, ১১:২৩

সংগৃহীত

বক্স অফিসে সাড়া জাগানো ছবি ‘আমি শুধু চেয়েছি তোমায়’-এর মাধ্যমে টলিউড পেয়েছিল এক নতুন জুটি—অঙ্কুশ হাজরা ও শুভশ্রী গাঙ্গুলী। এক দশক আগে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে তাদের অনস্ক্রিন রসায়ন দর্শকের মনে আজও অমলিন। যদিও এরপর আর একসঙ্গে কোনো ছবিতে দেখা যায়নি এই জুটিকে, তবে কাজের সূত্রে গড়ে ওঠা বন্ধুত্ব আজও অটুট রয়েছে।

গত মঙ্গলবার (৩ নভেম্বর) ছিল শুভশ্রীর জন্মদিন। এই বিশেষ দিনে ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বন্ধু শুভশ্রীর কাজের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানালেন অঙ্কুশ।

অঙ্কুশ বলেন,

“শুভশ্রীর যেই বিষয়টা আমার সবচেয়ে বেশি লাগে, তা হলো তার পরিশ্রম। কাজের প্রতি তার অগাধ নিষ্ঠা। সে জীবনে অনেক সাফল্য পেয়েছে, সুপারস্টার তকমা পেয়েছে। তবু কাজ নিয়ে আগ্রহ কমেনি। অনেকে জনপ্রিয়তা বা সুবিধা পেতে বেশি আগ্রহী হয়, কিন্তু শুভশ্রী একেবারে উল্টো—সে শুধু মন দিয়ে অভিনয় করে যেতে চায়।”

বন্ধুত্বের প্রসঙ্গে অভিনেতা আরও বলেন,

“শুভশ্রীর সঙ্গে আমার বন্ধুত্বের আরও বড় কারণ হলো আমরা দুজনই একই শহরের, আমাদের যাত্রাও অনেকটা একইরকম। তাই আজও আমরা আমাদের শিকড় ভুলিনি। ও সুপারস্টার হওয়ার পরেও নিজের সংগ্রামটা ভুলে যায়নি—আমিও তাই। সেই জায়গা থেকেই আমাদের বন্ধুত্বটা আরও দৃঢ় হয়েছে। আমাদের দেখে মনে হয় যেন আমরা একসঙ্গে চার-পাঁচটা ছবি করেছি, অথচ বাস্তবে মাত্র একটা।”

অঙ্কুশ জানান, তাদের আরেকটি ছবি ‘পাখি’ শুটিং শেষ হলেও দুর্ভাগ্যবশত সেটি আর মুক্তি পায়নি। ভবিষ্যতে একসঙ্গে কাজের সম্ভাবনা নিয়ে তিনি বলেন,

“এখন যদি শুভশ্রীর সঙ্গে আবার ছবি করি, তাহলে সেটা ‘আমি শুধু চেয়েছি তোমায়’-এর মতো হবে না। কারণ দর্শকের পছন্দ এখন অনেক বদলে গেছে। তারা নানা ধরনের ছবি দেখে অভ্যস্ত। তাই সময়োপযোগী কিছু দিয়েই তাদের মন জয় করতে হবে।”

 

নিফ্লা৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top