মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

কাশ্মীর ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে ‘নয়া মানুষ’

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৫, ১১:৩৮

সংগৃহীত

নদীমাতৃক বাংলাদেশের প্রান্তিক চরের মানুষের জীবনযাপন, মানবিক টানাপোড়েন ও সমাজবাস্তবতাকে উপজীব্য করে নির্মিত চলচ্চিত্র ‘নয়া মানুষ’ এবার পৌঁছে গেছে আন্তর্জাতিক মঞ্চে। ভারতের জম্মু ও কাশ্মীরের রাজধানী শ্রীনগরে শুরু হয়েছে ‘কাশ্মীর ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল’-এর পঞ্চম আসর, যেখানে অংশ নিচ্ছে বাংলাদেশের এই প্রশংসিত চলচ্চিত্রটি।

৭ দিনব্যাপী এই উৎসবে মিসর, জার্মানি, সংযুক্ত আরব আমিরাত, ইরান ও ভারতের নির্বাচিত ছবির পাশাপাশি প্রদর্শিত হবে ‘নয়া মানুষ’, যা বাংলাদেশের একমাত্র অংশগ্রহণকারী চলচ্চিত্র।

২০২৪ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘নয়া মানুষ’। মুক্তির পরপরই এটি দর্শক ও সমালোচকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা অর্জন করে।

আ. মা. ম. হাসানুজ্জমানের উপন্যাস ‘বেদনার বালুচরে’ অবলম্বনে নির্মিত ছবিটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন মাসুম রেজা। এতে অভিনয় করেছেন রওনক হাসান, মৌসুমী হামিদ, আশিস খন্দকার, ঝুনা চৌধুরী, শিখা কর্মকার, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, মাহিন রহমান, নাজমুল হোসেন, স্মরণ সাহা, সানজানা মেহরান ও শিশুশিল্পী ঊষশী।

গল্পকার ও অভিনেতা আ. মা. ম. হাসানুজ্জমান উৎসবে অংশগ্রহণ প্রসঙ্গে বলেন,

“আমি যখন গল্পটি লিখি, তখন এত চিন্তা করে লিখিনি। কিন্তু ছবিটি মুক্তির পর যে ভালোবাসা পাচ্ছি, তা সত্যিই অকল্পনীয়। ‘নয়া মানুষ’ ধর্মীয় উন্মাদনার বিরুদ্ধে সচেতনতা তৈরি করছে, শান্তির বার্তা দিচ্ছে, ধর্মের আসল দর্শন তুলে ধরছে—এই বিষয়টিই আমাকে সবচেয়ে বেশি তৃপ্তি দেয়।”

পরিচালক সোহেল রানা বয়াতি বলেন,

“আমার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নয়া মানুষ’ বিভিন্ন চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করছে, এটা আমার জন্য গর্বের বিষয়। কাশ্মীর ফেস্টিভ্যালে বাংলাদেশের একমাত্র ছবি হিসেবে অংশ নিচ্ছে ‘নয়া মানুষ’। আমি বিশ্বাস করি, আমাদের চলচ্চিত্র ধীরে ধীরে মানুষের হৃদয়ে জায়গা করে নেবে।”

চাঁদপুরের দুর্গম কানুদীর চর-এ চিত্রায়িত হয়েছে ছবিটি। ক্যামেরায় ছিলেন কমল চন্দ্র দাস। সংগীতে কণ্ঠ দিয়েছেন বাউল শফি মণ্ডল, চন্দনা মজুমদার, বেলাল খান, অনিমেষ রয়, মাসা ইসলাম ও খাইরুল ওয়াসী। সংগীত পরিচালনা করেছেন ইমন চৌধুরী, মুশফিক লিটু ও শোভন রয়।

বাংলাদেশের প্রান্তিক জীবনের গল্প নিয়ে নির্মিত ‘নয়া মানুষ’ শুধু একটি চলচ্চিত্র নয়—এটি মানবতা, সহাবস্থান ও শান্তির এক সার্বজনীন বার্তা, যা এবার পৌঁছে যাচ্ছে আন্তর্জাতিক দর্শকের কাছেও।

 

 

নিফ্লা৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top