লন্ডন ব্রিজের পাশে অপু বিশ্বাস, ছবিতে মুগ্ধ ভক্তরা
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৫, ১৩:২০
                                        ঢাকাই চলচ্চিত্রের অন্যতম সফল ও জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস আবারও আলোচনায় এসেছেন তাঁর নতুন কিছু ছবিকে ঘিরে। সিনেমার পর্দায় অনবদ্য অভিনয় যেমন দর্শকদের মুগ্ধ করেছে, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিয়মিত নিজের উপস্থিতিতে ভক্তদের মন জয় করে নিচ্ছেন এই তারকা।
সম্প্রতি অবকাশ যাপনে লন্ডনে গিয়েছেন অপু বিশ্বাস। সেখান থেকেই তিনি একগুচ্ছ মনোমুগ্ধকর ছবি শেয়ার করেছেন নিজের ভেরিফায়েড ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে। ছবিগুলোতে দেখা গেছে, তিনি বিখ্যাত লন্ডন টাওয়ার ব্রিজের পাশে ক্যামেরাবন্দী হচ্ছেন—একেবারে হাসিখুশি, প্রাণবন্ত ভঙ্গিতে।
ছবিতে অপুকে দেখা গেছে সাদা কোর্ট, চোখে মানানসই সানগ্লাস ও খোলা চুলে। তাঁর মুখের হাসি ও আত্মবিশ্বাসী উপস্থিতি মুহূর্তেই মুগ্ধ করেছে অনুরাগীদের।
ছবিগুলোর সঙ্গে তিনি দিয়েছেন এক মজার ক্যাপশন—
“লন্ডন ব্রিজও যেন আমার ছবিগুলোর প্রেমে পড়ছে।”
অপু বিশ্বাসের এই পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে প্রশংসার বন্যা। অনেকে তার রূপ ও ফ্যাশন সেন্সের প্রশংসা করেছেন। একজন ভক্ত লিখেছেন,
“মাশা-আল্লাহ! অনেক সুন্দর লাগছে তোমাকে আপু।”
আরেকজন মন্তব্য করেছেন,
“সত্যিই অসাধারণ লাগছে—কুইন বিশ্বাসকে।”
লন্ডনের টাওয়ার ব্রিজের পাশে অপু বিশ্বাসের এই ফটোসেট প্রমাণ করেছে, তিনি শুধু পর্দার তারকা নন—রিয়েল লাইফেও তার স্টাইল ও ক্যারিশমা ভক্তদের কাছে এক অনন্য আকর্ষণ।
নিফ্লা৭১/ওতু
বিষয়:

                    
                                    
                                    
                                    
                                    
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।