রায়হান রাফীর নতুন সিনেমা ‘আন্ধার’-এ সিয়াম-চঞ্চল-তুষি
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৫, ১৭:৫৩
                                        ‘পোড়ামন ২’ দিয়ে শুরু, ‘দামাল’-এ দারুণ সাফল্য—তিন বছর পর আবারও একসঙ্গে ফিরছেন সিয়াম আহমেদ ও রায়হান রাফী। তাঁদের নতুন সিনেমা ‘আন্ধার’ ইতোমধ্যেই শুটিং শেষ করেছে, সোমবার রাতে গিক মিথ-এর আয়োজিত এক জুম আড্ডায় সিনেমার অভিনেতাদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন পরিচালক রাফী।
তিনি বলেন, “সাধারণত সিনেমা শুরুর আগে শিল্পীদের নাম ঘোষণা করা হয়। কিন্তু আমার সিনেমার ক্ষেত্রে প্রায়ই উল্টোটা ঘটে—আগে কাজ শেষ করি, তারপর জানাই কারা অভিনয় করেছেন। ‘আন্ধার’-এর ক্ষেত্রেও তাই হয়েছে। শুটিং শেষ, তবে আরও অনেক কাজ বাকি। ধীরে ধীরে সবাই জানবেন।” ‘আন্ধার’-এ গোয়েন্দা অফিসার দোলোয়ার চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ।
চঞ্চল চৌধুরীকে দেখা যাবে শমসের চরিত্রে, আর নায়িকা নাজিফা তুষি হয়েছেন নাদিয়া।
আফসানা মিমি অভিনয় করেছেন হাজরা খাতুন চরিত্রে, আর গাজী রাকায়েতকে দেখা যাবে জালাল চরিত্রে।
এছাড়া মোস্তফা মনোয়ার, ফররুখ আহমেদ রেহান ও স্বর্ণালী চৈতী যথাক্রমে ইনস্পেক্টর মনোয়ার, হিমেল ও মায়া চরিত্রে অভিনয় করেছেন। এই সিনেমার গল্প লিখেছেন সাইদুস সালেহীন সুমন (বেজবাবা সুমন), শাকিব চৌধুরী ও আদনান আদিব খান।
রাফী জানান, “আমি এতদিন যেসব সিনেমা করেছি, সেগুলোর গল্প আমার নিজের। কিন্তু এবার প্রথমবার অন্য কারও গল্পে কাজ করলাম—আর সেটা করেছি মুগ্ধ হয়ে। ‘আন্ধার’ আমার জীবনের অন্যতম সেরা জার্নি হতে যাচ্ছে।”
সিয়াম বলেন, “এটা আমার ফিল্ম ক্যারিয়ারের সবচেয়ে সুন্দর অভিজ্ঞতাগুলোর একটি। যতদিন কাজ করছি, কোনো গল্প এত বিস্তারিতভাবে শুনিনি—পুরো সাড়ে পাঁচ ঘণ্টা লেগেছিল গল্প শুনতে! সব বাধা পেরিয়ে কাজটা শেষ করতে পেরে আমি দারুণ খুশি।”
নিফ্লা৭১/ওতু
বিষয়:

                    
                                    
                                    
                                    
                                    
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।