বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

অভিনয়ে মনোযোগী হতে চান নাবিলা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৫, ১২:৫২

সংগৃহীত

একসময় উপস্থাপনায় ছিলেন নিয়মিত, টেলিভিশনের পর্দায় উপস্থাপনার মঞ্চে ঝলমলে উপস্থিতি দিয়ে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। তবে এখন তার মনোযোগ অভিনয়েই বেশি। উপস্থাপনায় দীর্ঘ সময় কাজ করলেও তার মতে, অভিনয়ের মনের বাসনা এখনো অনেকখানি অপূর্ণ রয়ে গেছে।

সম্প্রতি একটি গনমাধ্যমের সঙ্গে আলাপকালে নাবিলা তার বর্তমান ব্যস্ততা, ব্যক্তিগত জীবন ও প্রিয় নায়ক সালমান শাহকে নিয়ে খোলামেলা কথা বলেন।

বর্তমান ব্যস্ততা নিয়ে নাবিলা বলেন,

“ব্যস্ততা তো টুকটাক কিছু কাজ চলছে। ফিল্ম নিয়ে ব্যস্ততা থাকলে আরও ভালো লাগত। কিন্তু সংসার আছে, তাই সময় ভাগ করে কাজ করছি। আশা করি খুব তাড়াতাড়ি বড় কোনো কাজে যুক্ত হতে পারব।”

সিনেমায় ফেরার বিষয়ে তিনি জানান,

“সিনেমায় কবে দেখা যাবে, সেটা এখনই বলা যাচ্ছে না। আমি চাই খুব তাড়াতাড়ি পর্দায় ফিরতে। সময় হলে সবাই জানতে পারবেন।”

উপস্থাপনা ও অভিনয়ের মধ্যে পার্থক্য প্রসঙ্গে ‘আয়নাবাজি’ খ্যাত এই অভিনেত্রী বলেন,

“উপস্থাপনাটা আমি অনেক করেছি। অভিনয়ের খোরাকটা, মনের বাসনাটা এখনো অনেকখানি রয়ে গেছে। তাই এখন অভিনয়ই বেশি করতে চাই। দুটো কাজই উপভোগ করি, কিন্তু এখন অভিনয়েই মনোযোগ দিতে চাই।”

ক্যামেরার বাইরের সাধারণ জীবন নিয়েও কথা বলেন নাবিলা। নিজের ব্যক্তিত্ব সম্পর্কে তিনি বলেন,

“নাবিলা খুবই সাধারণ একজন মানুষ। খুব সিম্পল জীবনযাপন করি। মিডিয়াতে কাজের কারণে মাঝে মাঝে চাকচিক্যের মাঝে আসি, কিন্তু আসলে আমি একদম সাধারণ মানুষ।”

ব্যক্তিগত শখের বিষয়ে নাবিলা জানান, তিনি রান্না করতে এবং অতিথি আপ্যায়ন করতে খুব ভালোবাসেন।

“আমি রান্না করতে ভালোবাসি, আপ্যায়ন করতেও ভালোবাসি। উইকেন্ড এলেই রান্না করার একটা হিড়িক পড়ে যায়। মন খারাপ থাকলে রান্না করলে মন ভালো হয়ে যায়।”

আলাপের এক পর্যায়ে তিনি স্মরণ করেন বাংলাদেশের চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহ-কে।

“সালমান আমাদের সবচেয়ে পছন্দের। তিনি আমাদের সিনেমার আইকন। তার মৃত্যুটা ছিল খুব অনাকাঙ্ক্ষিত। আমরা চাই ন্যায়বিচার হোক—যা সত্য, সেটাই যেন সামনে আসে,” বলেন নাবিলা।

বর্তমানে টেলিভিশন নাটক, বিজ্ঞাপন ও চলচ্চিত্রের প্রস্তাব নিয়ে বেছে বেছে কাজ করছেন এই জনপ্রিয় অভিনেত্রী। দর্শকরা অপেক্ষা করছেন, কবে আবার বড় পর্দায় দেখা মিলবে তার ‘আয়নাবাজি’র মতো আলোচিত কোনো চরিত্রে।

 

 

নিফ্লা৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top