কুসুম শিকদার প্রকাশ করলেন দীর্ঘ বিরতির কারণ
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৫, ১৩:২২
নাটক ও চলচ্চিত্রের মাধ্যমে দর্শকদের মনে বিশেষ জায়গা করে নেওয়া অভিনেত্রী কুসুম শিকদার সাময়িক বিরতির কারণ প্রকাশ করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার মূল কারণ ছিল পেশাদারিত্ব ও প্রতিশ্রুতির প্রতি তার দায়বদ্ধতা।
কুসুম শিকদার বলেন, “কথা দিয়ে কথা না রাখলে সবার ক্ষতি হয়। আমি মনে করছিলাম যে, আমি হয়তো কাজের ক্ষেত্রে শতভাগ নিষ্ঠা বজায় রাখতে পারব না। তাই আপাতত নিজেকে কাজ থেকে সরিয়ে নিয়েছিলাম। যদি কখনও সম্ভব হয়, আবার ফিরব।”
অভিনেত্রী উল্লেখ করেন, কাজের প্রতি সম্পূর্ণ দায়িত্ববোধ বজায় রাখার জন্য এই সিদ্ধান্ত তার কাছে গুরুত্বপূর্ণ ছিল। তিনি বিশ্বাস করেন, প্রতিশ্রুতি দিয়ে তা পূরণ না করতে পারা কেবল নিজের নয়, বরং সকলের জন্যই ক্ষতিকর।
কুসুম শিকদার বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় এবং দর্শকরা তার পরবর্তী কাজের জন্য অপেক্ষা করছেন।
নিফ্লা৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।