বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

যা ভালো লাগে তাই করতে চাই : ভাবনা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৫, ১৩:২৫

সংগৃহীত

অভিনেত্রী আশনা হাবিব ভাবনা সম্প্রতি এক পুরস্কার বিতরণী মঞ্চে বিশেষ সম্মাননা পেয়েছেন। পুরস্কার গ্রহণের পর দেওয়া এক সাক্ষাৎকারে ভাবনা নিজের অনুভূতি ও ভবিষ্যৎ কাজের পরিকল্পনা নিয়ে অকপটে কথা বলেছেন।

ভাবনা জানান, এই পুরস্কার পাওয়ায় তার আনন্দ কেবল অভিনয় বা নাচের স্বীকৃতির কারণে নয়। তিনি বলেন, “আমি ছোটবেলা থেকেই কোনো একটি কাজে আবদ্ধ থাকতে চাইনি এবং এখনো চাই না। আমি যা ভালো লাগে, তাই করতে চাই।” তিনি আরও যোগ করেন, “আমি আজকে অনেক বেশি খুশি, কারণ শুধুমাত্র আমার অভিনয় বা নাচের জন্য নয়—তাদের চোখে আমি একজন প্যাশনেট আর্টিস্ট হিসেবে বিবেচিত হয়েছি, যার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ।”

অভিনয়, মডেলিং ও নাচের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে নিজের আগ্রহ প্রকাশ করে ভাবনা জানান, তিনি কোনো একটি নির্দিষ্ট কাজে নিজেকে সীমাবদ্ধ রাখতে চান না।

 

 

নিফ্লা৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top