পিপল ম্যাগাজিনের চোখে ২০২৫-এর সবচেয়ে আকর্ষণীয় পুরুষ জনাথন বেইলি
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৫, ১৪:৩৭
যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ম্যাগাজিন ‘পিপল’-এর বিচারে ২০২৫ সালের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ নির্বাচিত হয়েছেন ব্রিটিশ অভিনেতা জনাথন বেইলি! সোমবার রাতে 'দ্য টুনাইট শো স্টারিং জিমি ফ্যালন' অনুষ্ঠানে ৩৭ বছর বয়সী এই অভিনেতার নাম ঘোষণা করা হয়। গত বছর এই খেতাব পেয়েছিলেন জন ক্রাসিনস্কি। এই সম্মান পেয়ে বেইলি বলেন, এটা এক বিশাল সম্মান এবং কিছুটা অবিশ্বাস্যও লাগছে।
জনাথন বেইলি ব্লকবাস্টার মিউজিক্যাল ফিল্ম ‘উইকেড’-এ প্রিন্স ফিয়েরো চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন। এর আগে নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘ব্রিজারটন’ তাঁকে বিশ্বজোড়া পরিচিতি এনে দেয়। তিনি এমি পুরস্কারের মনোনয়নও পেয়েছেন এবং সম্প্রতি ‘জুরাসিক ওয়ার্ল্ড: রিবার্থ’ সিনেমাতে অভিনয় করেছেন।
মাত্র পাঁচ বছর বয়সেই অভিনয়কে জীবনের পথ হিসেবে বেছে নিয়েছিলেন তিনি। অভিনয়ের পাশাপাশি বেইলি 'দ্য শেমলেস ফান্ড' নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেছেন, যা যৌন সচেতনতামূলক সংগঠনগুলোকে সহায়তা করে। ১৯৮৫ সাল থেকে ‘পিপল’ ম্যাগাজিন এই আকর্ষণীয় পুরুষ নির্বাচন করে আসছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।