রুবাবাকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, সমালোচনার মুখে পোস্ট ডিলিট করলেন অভিনেতা ইরফান
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৫, ১৬:২০
করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালক। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) তাকে এই পদে মনোনয়ন দিয়েছে।
রুবাবা দৌলা এর আগে ২০০৯-২০১৫ পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিনটন ফেডারেশনের সভাপতি ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
গত সোমবার (৩ নভেম্বর) তিনি প্রথমবারের মতো বিসিবির বোর্ড মিটিংয়ে যোগ দেন। এরপর অভিনেতা ইরফান সাজ্জাদ তার ফেসবুকে রুবাবার ছবি দিয়ে একটি পোস্ট করেন, যা অনেকের কাছে অশালীন ও অসম্মানজনক বলে বিবেচিত হয়। নেটিজেন তুনাজ্জিনা সিকদার তুনা পোস্টটি স্ক্রিনশট দিয়ে প্রতিবাদ জানিয়ে বলেন, “আপনার এই মন্তব্য নারীদের জন্য অনিরাপদ পরিবেশ তৈরি করে। জনসম্মুখে ক্ষমা চাওয়া উচিত।”
পরবর্তীতে ইরফান মন্তব্যে ব্যাখ্যা দিয়ে বলেন, পোস্টটি ব্যঙ্গাত্মক উদ্দেশ্যে করা হয়েছিল এবং তিনি রুবাবাকে স্বাগত জানিয়েছিলেন। পরে তিনি ফেসবুক থেকে পোস্টটি মুছে দেন।
নিফ্লা৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।