বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

ফাররুখ আহমেদ রেহান ‘আন্ধার’-এ যোগ দিলেন মুখ্য চরিত্রে

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৫, ১৭:২৭

সংগৃহীত

ফেসবুকে ভাইরাল হওয়ার পর থেকেই দর্শকদের মন জয় করেছেন তরুণ মডেল ও অভিনেতা ফাররুখ আহমেদ রেহান। মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করে তিনি ধীরে ধীরে অভিনয়ের জগতে পা রেখেছেন। পরিচালক ভিকি জাহেদের ওয়েব ফিল্ম ‘আরারাত’ (২০২৪) এবং ‘নীল সুখ’ নাটকে তার অভিনয় দর্শকদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছিল।

এবার তিনি সিনেমার জগতে প্রবেশ করেছেন। নির্মাতা রায়হান রাফীর আলোচিত সিনেমা ‘আন্ধার’-এ রেহান অভিনয় করছেন হিমেল চরিত্রে। সম্প্রতি সিনেমার টিম অফিসিয়ালি এ তথ্য প্রকাশ করেছে। সিনেমার অন্যান্য মুখ্য চরিত্রে থাকছেন চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, আফসানা মিমি ও নাজিফা তুষি।

রেহান উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “‘আন্ধার’ অসাধারণ গল্পের সিনেমা। এমন গল্পের সিনেমা বাংলাদেশে খুব একটা হয়নি। চঞ্চল ভাই, সিয়াম ভাই এবং তুষি আপার সঙ্গে কাজ করা আমার জন্য দারুণ অভিজ্ঞতা। হিমেল চরিত্রটি দর্শকদের হৃদয়ে দাগ কাটবে।”

সিনেমার গল্প লিখেছেন সাইদুস সালেহীন সুমন এবং শাকিব চৌধুরী, যারা বিভিন্ন ভৌতিক স্থান ঘুরে সংগ্রহ করেছেন ভূতের গল্প। তাঁদের সঙ্গে গল্পের সহ-লেখক হিসেবে আছেন আদনান আদিব খান।

নতুন প্রযোজনা প্রতিষ্ঠান ‘২২১ বি’ সিনেমাটির প্রযোজনা করছে। প্রযোজক দলে আছেন সারাহ আলী খান, শাকিব চৌধুরী এবং আদনান আদিব। এছাড়া সিনেমায় অভিনয় করেছেন গাজী রাকায়েত, ইভান মনোয়ারসহ আরও অনেকে।

 

 

নিফ্লা৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top