বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৫, ১৮:৫৯

সংগৃহীত

ঢাকায় অভিনেত্রী তানজিন তিশা-এর বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ করা হয়েছে, ‘অ্যাপোনিয়া’ নামের অনলাইন ফ্যাশন পেজ থেকে ২৮,৮০০ টাকার শাড়ি প্রমোশন করার অঙ্গীকারের পর মূল্য পরিশোধ না করে এবং যোগাযোগ বিচ্ছিন্ন করার কারণে এই মামলা করা হয়েছে।

অ্যাপোনিয়ার এক্সিকিউটিভ মো. আমিনুল ইসলাম বাদী হয়ে ৪২০/৪০৬ ধারায় মামলা করেছেন। মামলার সি.আর. নম্বর ৯৬২/২০২৫। আদালত মামলাটি আমলে নিয়ে বাংলাদেশ পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)-কে তদন্তের নির্দেশ দিয়েছেন।

এদিকে, বিষয়টি নিয়ে তিশা তার ফেসবুক পেজে দাবি করেছিলেন, ওই শাড়িটি তিনি উপহার হিসেবে পেয়েছেন। এর পর অ্যাপোনিয়া পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সলিমুল্লাহ সরকার তিশাকে আইনি নোটিশ পাঠান। নোটিশে এক সপ্তাহের মধ্যে ক্ষতিপূরণ পরিশোধ এবং মিথ্যাচার বন্ধ করে ক্ষমা চাওয়া নির্দেশ ছিল। তবে নির্ধারিত সময় অতিক্রম করেও তিশা কোনো পদক্ষেপ নেননি।

মামলায় দণ্ডবিধির ৪২০/৪০৬ ধারা-র আওতায় অভিযোগ তোলা হয়েছে এবং প্রয়োজনে গ্রেপ্তারি পরোয়ানা জারির আর্জি করা হয়েছে।

 

 

নিফ্লা৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top