বৃহঃস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২

ঢাকায় আসছেন আতিফ আসলাম!

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৫, ১৪:৩৫

সংগৃহীত

পাকিস্তানের আন্তর্জাতিক তারকা ও দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম আবারও ঢাকায় আসতে পারেন। বাংলাদেশের শ্রোতাদের ভালোবাসা পেতে এর আগেও একাধিকবার রাজধানীতে কনসার্ট করেছেন এই তারকা। এবারও সেই ধারাবাহিকতায় তাকে ঢাকায় আনার চেষ্টা চলছে।

জানা গেছে, আতিফকে ঢাকায় আনার উদ্যোগ নিয়েছে একটি বেসরকারি প্রতিষ্ঠান। যদিও এখনো চূড়ান্ত কিছু হয়নি, তাই আয়োজক প্রতিষ্ঠানের নাম প্রকাশ করা হয়নি। তবে আয়োজক সূত্রে জানা গেছে, আতিফের ম্যানেজারের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ হয়েছে, এবং তিনি আগামী ডিসেম্বরে ঢাকায় কনসার্ট করতে আগ্রহ প্রকাশ করেছেন।

একজন আয়োজক কর্মকর্তা বলেন,

“আতিফ আসলামের পক্ষ থেকে প্রাথমিক সম্মতি মিলেছে। তবে পারিশ্রমিকের একটি বড় অংশ অগ্রিম পরিশোধের পরই তিনি আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।”

 

 

নিফ্লা৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top