প্রশ্ন করবেন না, সব বলে দেবো : পরীমণি
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৫, ১৫:০৯
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মুক্তির আলো দেখতে যাচ্ছে চিত্রনায়িকা পরীমণি অভিনীত সরকারি অনুদানের সিনেমা ‘ডোডোর গল্প’। ছবির প্রচারণা শুরুর ঘোষণা দিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজের অভিজ্ঞতা ও চরিত্র নিয়ে খোলামেলা কথা বলেছেন এই তারকা।
সংবাদ সম্মেলনে পরীমণি জানান, ভক্তদের ইনবক্সেই প্রথম শুনেছেন ছবির মুক্তির খবর। তিনি বলেন,
“ইনবক্সে সবাই নিউজ পাঠাচ্ছেন যে ‘ডোডোর গল্প’ রিলিজ হচ্ছে। এটা আমার জন্য খুব এক্সাইটিং ব্যাপার—আপনারা সবাই এই বিষয়টা নিয়ে এত উৎসাহী।”
তিনি আরও জানান, ভক্তদের হাত ধরেই ছবির প্রচারণা শুরু হয়েছে।
“প্রমোশনটা যে আপনাদের হাত ধরে শুরু হয়েছে, এটা আমার জন্য অনেক দারুণ ব্যাপার,” বলেন পরীমণি।
‘ডোডোর গল্প’-এর কাজকে জীবনের অন্যতম বড় অভিজ্ঞতা বলে উল্লেখ করেন পরীমণি। তিনি জানান, ছবিতে তার চরিত্রে দেখা যাবে বয়সের পরিবর্তনের এক দীর্ঘ যাত্রা।
“একদম টিনেজ বয়স থেকে ৫০ বছরের লুক পর্যন্ত—সবই আছে এখানে। সেই লুকটা দেখার জন্য আমি সবচেয়ে বেশি এক্সাইটেড,” বলেন তিনি।
সংবাদ সম্মেলনের শেষদিকে পরীমণি রহস্যময় ভঙ্গিতে বলেন,
“প্লিজ, আর কেউ এটা নিয়ে প্রশ্ন করিয়েন না, আমি অনেক কিছু বলে দেবো।”
সরকারি অনুদানে নির্মিত ‘ডোডোর গল্প’-এর কাজ শেষ হয়েছে দুই বছর আগে। অবশেষে সিনেমাটি শিগগিরই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
নিফ্লা৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।