বৃহঃস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২

আমার কাছে গুরুত্বপূর্ণ হলো অভিনয়:পারসা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৫, ১৫:৪৪

সংগৃহীত

মডেল ও অভিনেত্রী পারসা ইভানা সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিখ্যাত ‘দ্য ফ্রিম্যান স্টুডিও’-তে অভিনয়ের একটি শর্ট কোর্স এবং নাচের স্কুল ‘স্টেপস অন ব্রডওয়ে’-তে নাচের কোর্স সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি দেশে অবস্থান করছেন এবং নানা আয়োজনে অংশ নিচ্ছেন। তবে দর্শকরা তাকে বড় পর্দা বা ধারাবাহিকে খুব একটা দেখতে পাচ্ছেন না।

পারসা বলেন, যুক্তরাষ্ট্রে পড়াশোনার মূল কারণ শুধু শেখার তৃষ্ণা। তিনি জানান, “মানুষের শেখার শেষ নেই। একজন আর্টিস্টের মৃত্যু পর্যন্ত শেখার অতৃপ্তি থাকে। মূলত ঘুরতে গিয়েছিলাম, সেখানে সময়টাকে শিক্ষাতেও কাজে লাগানোর চিন্তা করেই এই কোর্সগুলো করেছি।” তিনি আরও জানান, কোর্সগুলো ভেতর থেকে অনেক সমৃদ্ধ করেছে, বিশেষ করে অভিনয়ে শৃঙ্খলা, ম্যানার, এক্সপ্রেশন ও ইমোশন শিখতে সাহায্য করেছে।

পারসা ইভানা বলেন, “আমার শিক্ষক বলেছিলেন, ‘নিজের মতো হও, অন্য কারও মতো হতে যেও না; যা অনুভব কর, সেটা তোমার নিজের মতো করে প্রকাশ কর।’ এই কথাটি মনে রেখে কাজ করলে দারুণ সমৃদ্ধ হওয়ার সুযোগ থাকে।”

দেশে ফেরার পর তিনি বিশ্রাম নিয়েছেন এবং কিছু ফটোশুট করেছেন। বড় কোনো কাজ এখনো হাতে নেই, তবে কিছু প্রস্তাব নিয়ে আলোচনায় আছেন। তিনি জানান, “আমি চাই এমন একটি কাজ দিয়ে ফিরতে, যা হবে আমার জন্য নতুন এক সূচনা।”

ধারাবাহিক ‘ব্যাচেল পয়েন্ট’-এর বর্তমান পঞ্চম সিজনে তাকে দেখা যাচ্ছে না। পারসা জানান, তার চরিত্রের শেষ দেখানো হয়েছিল চতুর্থ সিজনে বিদেশে চলে যাওয়ার দৃশ্যে। তবে পরিচালক যদি পরবর্তী সিজনে তাকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন, তখন তাকে দেখা যাবে।

সিনেমা বিষয়ে পারসা বলেন, “অনেকে সিনেমা করছে বলে আমাকে করতে হবে, এমন কোনো চাপ নেই। তবে গল্প ও চরিত্র যদি ভালো লাগে, আমি কাজ করব। ইউটিউব, ওটিটি বা বড় পর্দা– যেখানেই হোক, অভিনয়ের জন্য প্রস্তুত আছি। আমাদের দেশে এখন দারুণ সিনেমা তৈরি হচ্ছে, যা আন্তর্জাতিক অঙ্গনেও ভালো ব্যবসা করছে। সব মিলিয়ে সিনেমাতেও দেখা যেতে পারে, তবে সেটি হলে সবাই আনুষ্ঠানিকভাবে জানবেন।”

 

 

নিফ্লা৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top