বৃহঃস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২

লিভারের ক্যান্সারভুক্ত দীপিকা কক্কর হাসপাতালে ভর্তি

Oliullah Tuhin | প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৫, ১৫:৫৭

সংগৃহীত

চলতি বছরের এপ্রিলে লিভারের ক্যান্সার ধরা পড়ে অভিনেত্রী দীপিকা কক্করের। কয়েক মাস আগে তিনি অস্ত্রোপচারও সম্পন্ন করেছিলেন এবং সুস্থ হয়ে উঠছিলেন। তবে হঠাৎ আবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাঁকে।

দীপিকা কিছুদিন আগে জানান, তাঁর টার্গেট থেরাপি শুরু হয়েছে। এ থেরাপির পার্শ্বপ্রতিক্রিয়ায় দেখা দিয়েছে সারাক্ষণ গা-বমি বমি ভাব, মাথা ঘোরা এবং চুল পড়ার মতো সমস্যা। অস্ত্রোপচারের পর তাঁর দৈনন্দিন জীবন একেবারেই বদলে গেছে। আগে সবসময় কাজেই নিমগ্ন থাকতেন—অভিনয় হোক বা বাড়ির কাজ—কিন্তু এখন শরীর আর সেব্যস্ত থাকে না। প্রতি দুই মাস পর নিয়মিত হাসপাতালে ভর্তি হতে হয় রক্ত পরীক্ষার জন্য, যা নিয়ে দম্পতি যথেষ্ট উদ্বিগ্ন থাকেন।

হাসপাতাল থেকে অভিনেত্রীর স্বামী শোয়েব ইব্রাহিম একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে দীপিকাকে উদ্বিগ্ন দেখানো হয়েছে। তবে পরে শোয়েব জানান, আপাতত সব ঠিকঠাক আছে এবং চিকিৎসা চলছে নিয়মমাফিক।

দীপিকার ব্যক্তিগত জীবনও সংবাদ শিরোনামে এসেছে। ২০১৮ সালে প্রাক্তন স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর তিনি শোয়েব ইব্রাহিমের সঙ্গে বিয়ে করেন। বিয়ের পরও বিভিন্ন বিতর্কের সম্মুখীন হয়েছেন তিনি। বর্তমানে ছোট্ট ছেলে রুহানকে নিয়ে সুখী সংসার কেটে চলেছে, যা এই অসুস্থতার খবরকে আরও চিন্তার বিষয় করে তুলেছে।

 

 

নিফ্লা৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top