শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২

পুত্র সন্তানের জন্ম দিলেন ক্যাটরিনা কাইফ

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৫, ১২:৫৫

সংগৃহীত

বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল অবশেষে সুখবরটি জানালেন তাঁদের ভক্তদের। আজ শুক্রবার সকালে মুম্বইয়ের একটি নামী হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ক্যাটরিনা। এভাবেই নতুন অধ্যায়ে পা রাখলেন এই তারকা দম্পতি।

‎বহু মাস ধরেই তাঁদের সন্তানসম্ভবা হওয়ার গুঞ্জন চলছিল। প্রথমদিকে এ নিয়ে কোনও মন্তব্য না করলেও, চলতি বছরের সেপ্টেম্বর মাসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ক্যাটরিনা ও ভিকি নিজেরাই জানান, তাঁরা তাঁদের জীবনের “সবচেয়ে সুন্দর অধ্যায়”-এর পথে রয়েছেন।

‎আজ সকালে দম্পতি তাঁদের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি মিষ্টি কার্ড পোস্ট করে পুত্র সন্তানের আগমনের খবরটি আনুষ্ঠানিকভাবে জানান। নীল ও সোনালি রঙে সাজানো সেই কার্ডে দেখা যায় একটি শিশুর খেলনা গাড়ি ও টেডি বিয়ার, যার নিচে লেখা —

‎‎“আমাদের আনন্দের উৎস এসে গিয়েছে। অনেক ভালোবাসা নিয়ে আমরা আমাদের পুত্র সন্তানকে স্বাগত জানাচ্ছি।

‎৭ নভেম্বর ২০২৫ – ক্যাটরিনা ও ভিকি।”

‎পোস্টটির ক্যাপশনে ভিকি লিখেছেন, “আশীর্বাদ।”

‎খবরটি প্রকাশের পর থেকেই বলিউডে এবং সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা বয়ে গেছে। করিনা কাপুর লিখেছেন,

‎“ক্যাট... পুত্র সন্তানের মায়ের ক্লাবে স্বাগতম তোমাকে। তোমার এবং ভিকির জন্য আমি খুব খুশি।”

‎অভিনন্দন বার্তা দিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া, আয়ুষ্মান খুরানা, অনন্যা পাণ্ডেসহ আরও অনেক তারকা।

‎ক্যাটরিনা বর্তমানে ৪২ বছর বয়সে মাতৃত্বের আনন্দ উপভোগ করছেন। মা ও শিশু দু’জনেই সুস্থ রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

‎ভক্তরা ইতিমধ্যেই তাঁদের প্রিয় তারকা জুটির এই নতুন অধ্যায়কে ঘিরে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে তুলেছেন সোশ্যাল মিডিয়া।

 

 

নিফ্লা৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top