পুরান ঢাকার সমাজ-সংস্কৃতি নিয়ে নির্মিত হচ্ছে ‘ঢাকাইয়া দেবদাস’
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৫, ১৪:০৪
পুরান ঢাকার মানুষ, সমাজ ও সংস্কৃতির প্রেক্ষাপটে নির্মিত হতে যাচ্ছে নতুন সিনেমা ‘ঢাকাইয়া দেবদাস’। ছবিটি পরিচালনা করবেন জাহিদ হোসেন। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় দুই তারকা আদর আজাদ ও শবনম বুবলী।
আজ (শুক্রবার) রাজধানীর একটি ক্লাবে মহরত অনুষ্ঠানের মাধ্যমে ‘ঢাকাইয়া দেবদাস’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। নির্মাতা জানান, আগামী জানুয়ারিতে সাকরাইন উৎসবের সময় শুরু হবে ছবিটির শুটিং।
চলচ্চিত্রটি পুরান ঢাকার ঐতিহ্য, ভাষা, জীবনযাত্রা ও সংস্কৃতির অনন্য বৈচিত্র্যকে ফুটিয়ে তুলবে বলে জানিয়েছেন পরিচালক জাহিদ হোসেন। তাঁর ভাষায়, “পুরান ঢাকা শুধু একটি স্থান নয়, এটি একটি সংস্কৃতি। সেই সংস্কৃতির আবেগ, প্রেম ও বেদনার গল্প নিয়েই ‘ঢাকাইয়া দেবদাস’।”
আদর আজাদ ও বুবলীর পাশাপাশি ছবিটিতে আরও অভিনয় করবেন তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপুসহ আরও অনেকে।
নির্মাতার পরিকল্পনা অনুযায়ী, শুটিং শেষে ২০২৫ সালের মধ্যেই ‘ঢাকাইয়া দেবদাস’ মুক্তির জন্য প্রস্তুত করা হবে।
নিফ্লা৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।