শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২

অবশেষে দুঃখ প্রকাশ করলেন পরীমনি

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৫, ২১:১৯

সংগৃহীত

অভিনেত্রী পরীমনির আয়োজিত এক অনুষ্ঠানে গিয়ে অসন্তুষ্ট হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছিলেন অভিনেত্রী প্রসূন আজাদ। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হলে অবশেষে মুখ খুললেন পরীমনি।

‎শুক্রবার (৭ নভেম্বর ) রাতে নিজের ফেসবুক পেজে একটি দীর্ঘ পোস্টে পরীমনি প্রসূন আজাদকে উদ্দেশ্য করে লিখেছেন,

‎“প্রিয় প্রসূন আজাদ, আপনি আমাকে নিয়ে দীর্ঘ এক স্ট্যাটাসে লিখেছেন যে আমি আমার লোক দেখানো পার্টিতে আপনাকে দাওয়াত দিয়ে অপমান করেছি! কিন্তু সত্যিই কি মনে হয় আমি আপনাকে ছোট করার জন্য কোনো অনুষ্ঠানে ইনভাইট করবো? কখনোই না, বোন।”

‎পরীমনি আরও জানান, তিনি প্রসূনের কাজ দেখে মুগ্ধ হয়ে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছিলেন।

‎“আমাদের কখনো দেখা হয়নি, কিন্তু আপনার একটি টিভি ইন্টারভিউ দেখে মুগ্ধ হয়ে আমি সাংবাদিক ইমু ভাইয়ের কাছ থেকে আপনার নাম্বার নিয়ে কল করেছিলাম। তখন আমি বলেছিলাম, ‘তুমি একজন পিওর সোল।’”

‎প্রসূন আজাদের অভিযোগের বিষয়ে পরীমনি ব্যাখ্যা দেন,

‎‎“আমার ওই অনুষ্ঠানে কোনো হায়ার করা লোক ছিল না। যারা গেটে ছিলেন তারা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট থেকে নিরাপত্তার দায়িত্বে ছিলেন। তারা কাউকে অপমান বা অসম্মান করার জন্য সেখানে ছিলেন না।”

‎তিনি আরও লেখেন,

‎“ভাবুন তো, ওই সিকিউরিটি না থাকলে ওই জায়গায় জনসাধারণের ভিড় ঠেকানো যেত? তারা শুধু তাদের কাজটাই করেছেন।”

‎পরীমনি তার পোস্টের শেষদিকে প্রসূনের উদ্দেশে বলেন,

‎“আপনার খারাপ লেগে থাকলে আপনি আমাকে একটা টেক্সট করতে পারতেন আপু! আমি খুবই দুঃখিত আপনার কাছে।”

‎উল্লেখ্য, এর আগে প্রসূন আজাদ এক ফেসবুক স্ট্যাটাসে অভিযোগ করেছিলেন যে, পরীমনির আয়োজিত এক অনুষ্ঠানে তাকে ‘লোক দেখানো’ পার্টিতে ডেকে অপমান করা হয়েছে। সেই অভিযোগের জবাবেই পরীমনির এই প্রতিক্রিয়া।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top