শনিবার, ৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

মা ও শিশু সুস্থ আছেন— হাসপাতালে রয়েছেন ক্যাটরিনা কাইফ

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৫, ১১:২৭

সংগৃহীত

বলিউডের জনপ্রিয় তারকা জুটি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল পুত্রসন্তানের বাবা-মা হয়েছেন। গত শুক্রবার (৭ নভেম্বর) সকালে মুম্বাইয়ের এইচএন রিলায়েন্স হাসপাতালে সন্তান জন্ম দেন ক্যাটরিনা। হাসপাতাল কর্তৃপক্ষের এক বিবৃতিতে জানানো হয়েছে, সকাল ৮টা ২৩ মিনিটে ক্যাটরিনা ও ভিকির পুত্রসন্তানের জন্ম হয়। মা ও নবজাতক উভয়েই সুস্থ আছেন এবং তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল।

তবে জানা গেছে, এখনই হাসপাতাল থেকে ছাড়পত্র পাচ্ছেন না ক্যাটরিনা কাইফ। সাধারণত সন্তান জন্মের একদিন পরেই মাকে হাসপাতাল থেকে ছাড়া হয়, কিন্তু অভিনেত্রীর ক্ষেত্রে কেন ছাড় দেওয়া হচ্ছে না— সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো ব্যাখ্যা দেয়নি।

জীবনের নতুন অধ্যায় শুরু করায় এই তারকা দম্পতিকে বলিউডের সহকর্মীরা শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন। অভিনেত্রী কারিনা কাপুর খান লিখেছেন, “ক্যাট, বয় মাম্মা ক্লাবে তোমাকে স্বাগত। তোমার আর ভিকির জন্য ভীষণ খুশি হয়েছি।”

যুক্তরাষ্ট্রে অবস্থানরত প্রিয়াঙ্কা চোপড়া জানিয়েছেন, “দারুণ খুশি হয়েছি! অসংখ্য শুভেচ্ছা।” অভিনেতা রাজকুমার রাও বলেন, “ভিকি-ক্যাটরিনা, এর থেকে অসাধারণ অনুভূতি আর হয় না। ঈশ্বর তোমাদের মঙ্গল করুন। আর খুদেকে আমার ভালোবাসা।”

এ ছাড়া অনিল কাপুর, নেহা ধুপিয়া, আয়ুষ্মান খুরানা, ভূমি পেডনেকারসহ আরও অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন।

 

 

নিফ্লা৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top