শনিবার, ৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

শাকিবকে নিয়ে প্রশ্ন, কৌশলে এড়িয়ে গেলেন বুবলী

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৫, ১১:৩০

সংগৃহীত

পুরান ঢাকার সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনের পটভূমিতে নির্মিত হতে যাচ্ছে নতুন সিনেমা ‘ঢাকাইয়া দেবদাস’। শুক্রবার রাজধানীর একটি ক্লাবে অনুষ্ঠিত মহরতের মধ্য দিয়ে ছবিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। চলচ্চিত্রটি পরিচালনা করছেন জাহিদ হোসেন, আর প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন আদর আজাদ ও শবনম বুবলী।

মহরতের আয়োজনটি ছিল বেশ বর্ণিল। পুরো সেট সাজানো হয়েছিল পুরান ঢাকার আবহে, যেখানে রঙিন আলোকসজ্জা, ঐতিহ্যবাহী সাজসজ্জা এবং ঢাকাইয়া খাবারের আয়োজন ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানের সবচেয়ে বড় আকর্ষণ ছিল নায়িকা বুবলীর ঘোড়ার গাড়িতে আগমন, যা পুরান ঢাকার ঐতিহ্যকে আরও জীবন্ত করে তুলেছিল।

ছবিটিতে পুরান ঢাকার মানুষের জীবনধারা, তাদের সম্পর্ক, ভাষা এবং ভালোবাসার অনন্য গল্প ফুটে উঠবে বলে জানিয়েছেন নির্মাতা। ‘ঢাকাইয়া দেবদাস’-এ আদর আজাদ ও বুবলীর পাশাপাশি অভিনয় করবেন তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপুসহ আরও অনেকে।

প্রযোজনায় রয়েছে এক্সেল ফিল্মস ও রেভুলেশন মুভিজ ইন্টারন্যাশনাল।

মহরতে সাংবাদিকদের নানা প্রশ্নের মুখোমুখি হন নায়িকা শবনম বুবলী। এক সাংবাদিক জানতে চান, অতীতে শাকিব খান–বুবলী জুটি জনপ্রিয় থাকার সময় অন্য শিল্পীর সঙ্গে কাজ করতে গিয়ে কখনও বাধার মুখে পড়েছিলেন কি না। প্রশ্নটি শুনে বুবলী কৌশলে বিষয়টি এড়িয়ে যান।

তিনি বলেন,

“আসলে শাকিব-বুবলী জুটি বরাবরই দর্শকদের পছন্দের। সেখান থেকে দর্শকদের ভালোবাসা সবসময় ছিল, আছে এবং থাকবে। আমরা শিল্পী হিসেবে ইন্ডিভিজুয়ালি কাজ করি, নিজের সত্তা নিয়ে। তাই অন্যদের সঙ্গে কাজ করলেও দর্শকরা সেটিকে তাদের মতো করেই গ্রহণ করেন।”

সবশেষে বুবলী জানান, নতুন চরিত্র ও গল্প নিয়ে তিনি ভীষণ উৎসাহিত। আশা করছেন, ‘ঢাকাইয়া দেবদাস’ দর্শকদের পুরান ঢাকার জীবনের এক নতুন স্বাদ দেবে।

 

 

নিফ্লা৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top