শনিবার, ৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

প্রিয় বিড়ালকে বুকে জড়িয়ে সামিরা খান মাহি

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৫, ১২:১০

সংগৃহীত

অভিনেত্রী সামিরা খান মাহি বরাবরই প্রাণীপ্রেমী হিসেবে পরিচিত। বিশেষ করে বিড়ালের প্রতি তার ভালোবাসা যেন অন্য রকম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের একটি ছবি শেয়ার করে আবারও তা প্রমাণ করলেন এ অভিনেত্রী।

ছবিটিতে দেখা যায়, প্রিয় একটি বিড়ালকে বুকে জড়িয়ে আছেন মাহি। সেই মুহূর্তের ক্যাপশনে তিনি লিখেছেন,

“আমি যখন বাসার বাইরে থাকি, ওরা অপেক্ষা করে আমার ফেরার জন্য। বাসায় ফিরলেই আমার পাশে ঘুর ঘুর করে, যেন বলে— ‘তুই আসলে আমি শান্তি পাই।’”

মাহির মতে, মানুষ ও প্রাণীর সম্পর্ক সবচেয়ে নিঃস্বার্থ একটি বন্ধন, যেখানে শুধু ভালোবাসা ও স্নেহের বিনিময় ঘটে। তার এই কোমল অনুভূতির প্রকাশে মুগ্ধ হয়েছেন ভক্তরা। অনেকেই মন্তব্যে লিখেছেন, মাহির এই মানবিক দিকই তাকে আরও বেশি আপন করে তোলে।

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় মাহি। নিজের কাজ, ব্যক্তিজীবন ও নানা মুহূর্ত তিনি অনুরাগীদের সঙ্গে শেয়ার করতে ভালোবাসেন।

বর্তমানে নাটকের শুটিং ও ব্যস্ত সময় কাটাচ্ছেন এ অভিনেত্রী। একই সঙ্গে নিজের পোষা প্রাণীদের যত্ন ও ভালোবাসায়ও প্রতিদিনের একটি বড় সময় ব্যয় করেন তিনি।

 

নিফ্লা৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top