শাকিবের প্রতি মিনিটের দাম পৌনে দুই লাখ টাকা
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৫, ১৫:০৬
ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান আবারও আলোচনায়। রাজধানীর বনানীতে এক আন্তর্জাতিক এক্সেসরিজ ব্র্যান্ডের নতুন শোরুম উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। অল্প সময়ের জন্য উপস্থিত থাকলেও মুহূর্তেই শাকিবের উপস্থিতি ও তার সাজসজ্জা ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।
তবে এবার আলোচনার কেন্দ্রবিন্দু শাকিবের উপস্থিতি নয়, বরং তার অংশগ্রহণের পারিশ্রমিক। জানা গেছে, মাত্র ২০ মিনিটের উপস্থিতির জন্য শাকিব খান নিয়েছেন ৩৫ লাখ টাকা। অর্থাৎ প্রতি মিনিটে প্রায় ১ লাখ ৭৫ হাজার টাকা!
বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। জনপ্রিয় উপস্থাপক ও রেডিও জকি গোলাম কিবরিয়া নিজের ফেসবুকে লিখেছেন—
“বাংলাদেশের সুপারস্টার সময় দিয়েছে ২০ মিনিট। পেমেন্ট নিয়েছে ৩৫ লাখ। কাজ ছিল একটা ব্র্যান্ড প্রোমোটের! কিন্তু কোথাও ব্র্যান্ডের নাম নাই, এমনকি সুপারস্টারের পোস্টেও কোনো ব্র্যান্ড ট্যাগ নেই। সবাই শুধু তার গোঁফ আর লুক নিয়েই ব্যস্ত। ইন্টারেস্টিং! কোন এজেন্সি করেছে এই ইভেন্ট ম্যানেজমেন্ট?”
অন্যদিকে শাকিব খান শনিবার (৮ নভেম্বর) দুপুরে নিজের ফেসবুক পেজে বনানীর আলোচিত ইভেন্টের কয়েকটি ছবি শেয়ার করেছেন। তবে তিনি বা তার ঘনিষ্ঠ কেউ ২০ মিনিটে ৩৫ লাখ টাকা নেওয়ার বিষয়টি নিশ্চিত করেননি বা কোনো মন্তব্যও করেননি।
এর মধ্যেই সামাজিক মাধ্যমে চলছে নানা রকম প্রতিক্রিয়া—কেউ বলছেন, “শাকিব তার ব্র্যান্ড ভ্যালু অনুযায়ীই পারিশ্রমিক নিয়েছেন,” আবার কেউ একে “অতিরঞ্জিত প্রচারণা” বলেও সমালোচনা করছেন।
এদিকে শাকিব খান বর্তমানে ব্যস্ত রয়েছেন পরিচালক সাকিব ফাহাদ পরিচালিত আসন্ন সিনেমা ‘সোলজার’-এর কাজ নিয়ে। এতে তার বিপরীতে অভিনয় করছেন তানজিন তিশা। সিনেমাটি আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
নিফ্লা৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।