সালমান খানের বিরুদ্ধে প্রাক্তন প্রেমিকা সোমি আলির হেনস্তার অভিযোগ
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৫, ১৬:২২
বলিউড অভিনেতা সালমান খানের প্রাক্তন প্রেমিকা সোমি আলি আবারও আলোচনায় এসেছেন। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে তিনি সালমানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে হুমকি ও হেনস্তার অভিযোগ তুলেছেন।
ভিডিওতে সোমি বলেন, “সালমান খান আমার পিছু ছাড়ছেন না। অচেনা নম্বর থেকে ফোন করে আমাকে হুমকি দেওয়া হচ্ছে।” তিনি অভিযোগ করেন, সালমান ইচ্ছাকৃতভাবে বলিউডে তাকে বয়কট করেছেন, যার ফলে ইন্ডাস্ট্রির বন্ধুরাও তার থেকে দূরে সরে গেছেন।
সোমির দাবি, সালমান তার এনজিও ‘নো মোর টিয়ার্স’-কে নিয়েও অপমানজনক মন্তব্য করেছেন। তিনি আরও জানান, “১৯৯৮ সালে সালমানের প্রতারণার কারণে আমাদের সম্পর্ক শেষ হয়েছিল। কিন্তু ২০২৫ সালেও তিনি নানা উপায়ে আমাকে হেনস্তা করছেন।”
সোমির অভিযোগ, সালমান তার সৎ বোন ও ভাগ্নের সঙ্গেও দুবাইয়ে দেখা করছেন এবং মুম্বাইয়ে তার চরিত্র নিয়ে প্রশ্ন তুলছেন।
এই বিষয়ে সালমান খানের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
নিফ্লা৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।