শাকিব খানের ‘সোলজার’ লুক ঘিরে সমালোচনা অনেকে বলছে পৃথ্বীরাজের নকল
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৫, ১৪:৪৭
মেগাস্টার শাকিব খান বর্তমানে সিনেমার জগতে আলোচনার কেন্দ্রবিন্দু। তাঁর নতুন সিনেমা ‘সোলজার’-এর লুক প্রকাশ্যে আসার পর দর্শকদের মধ্যে আগ্রহ তুঙ্গে। কালো পোশাক, ঘন গোঁফ, এভিয়েটর সানগ্লাস ও ওয়েভি হেয়ারস্টাইল—সব মিলিয়ে লুকটি দর্শকের নজর কাড়ে।
তবে এই লুক নিয়ে নতুন এক বিতর্ক সৃষ্টি হয়েছে। সিনে ভক্তদের মতে, শাকিবের এই লুক ভারতের দক্ষিণের মালায়ালাম ইন্ডাস্ট্রিজের অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারনের সঙ্গে অনেকটা মিলছে। পৃথ্বীরাজ চলতি বছরের মার্চে সিনেমা ‘এল টু এমপুরান’-এর প্রচারণায় একই ধরনের পোশাক ও স্টাইল নিয়ে হাজির হন।
দুই নায়কের লুকের মিল চোখে পড়ার মতো। কালো ডেনিম জ্যাকেট বা শার্ট-জ্যাকেটে সাদা কনট্রাস্ট স্টিচিং, চোখে সানগ্লাস ও পরিপাটি ওয়েভি হেয়ারস্টাইল—সবই প্রায় একই রকম। যদিও সানগ্লাসের ফ্রেমে পার্থক্য রয়েছে; শাকিব এভিয়েটর স্টাইল ব্যবহার করেছেন, পৃথ্বীরাজ শুরুতে টর্টসেল ফ্রেম ব্যবহার করেছিলেন।
লুকের পাশাপাশি সিনেমার থিম নিয়েও মিল দেখা যাচ্ছে। শাকিব ‘সোলজার’-এ একজন দেশপ্রেমিক সৈনিকের চরিত্রে দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে লড়বেন। আর পৃথ্বীরাজ ‘এল টু এমপুরান’-এ একজন সিন্ডিকেটের কমান্ডার চরিত্রে অভিনয় করেছেন। ভিন্ন চরিত্র হলেও দুজনের পোশাক ও স্টাইলের মিল নিয়ে দর্শকদের মধ্যে প্রশ্ন উঠেছে।
এখন দেখার বিষয়, শাকিবের লুকটি কি শুধুই স্টাইলিশ ফ্যাশনের প্রতিফলন নাকি ভারতের সিনেমার অনুপ্রেরণাও রয়েছে। ‘সোলজার’ মুক্তির আগে এই বিতর্ক সিনেমা ভক্তদের মধ্যে উচ্ছ্বাস এবং কৌতূহল উভয়ই তৈরি করেছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।