দুই দিনে ৩.৮ কোটি রুপি আয়, সাফল্যে উচ্ছ্বসিত রাশমিকা মান্দানা
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৫, ১৬:৩২
মুক্তির পর থেকেই দর্শকদের মন জয় করে নিচ্ছে রাশমিকা মান্দানা অভিনীত নতুন ছবি ‘দ্য গার্লফ্রেন্ড’। বক্স অফিস ট্র্যাকার স্যাকনিলক-এর দেওয়া তথ্য অনুযায়ী, মুক্তির দ্বিতীয় দিনে ছবিটির আয় হয়েছে প্রায় ২.৫ কোটি রুপি। সব মিলিয়ে প্রথম দুই দিনে মোট সংগ্রহ দাঁড়িয়েছে ৩.৮ কোটি রুপির বেশি।
বিশ্লেষকদের মতে, ছবিটির সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছে দর্শকদের মুখে মুখে প্রচার (ওয়ার্ড-অফ-মাউথ) এবং রাশমিকার আবেগঘন অভিনয়।
দ্বিতীয় দিনে থিয়েটারে দর্শক উপস্থিতির হার ছিল ৩০.৭৯ শতাংশ। সকালে উপস্থিতি ছিল তুলনামূলক কম—১৭.৩২ শতাংশ, তবে দুপুরে তা বেড়ে হয় ৩৩.৪৪ শতাংশ। সন্ধ্যায় উপস্থিতি আরও বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ৩৩.৮৪ শতাংশে। সবচেয়ে বেশি দর্শক সমাগম দেখা গেছে রাতের শো-গুলোতে, যেখানে উপস্থিতি রেকর্ড করা হয় ৩৮.৫৫ শতাংশ।
দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়ায় আবেগাপ্লুত রাশমিকা মান্দানা নিজেই সোশ্যাল মিডিয়ায় তার অনুভূতি প্রকাশ করেছেন। অভিনেত্রী লিখেছেন,
“যখন রাহুল (পরিচালক) প্রথম আমাকে গল্পটি শুনিয়েছিলেন, আমি কেঁদে ফেলেছিলাম। গল্পে এমন অনেক মুহূর্ত ছিল যা আমার মনে এমনভাবে আঘাত করেছিল যা ভাষায় প্রকাশ করা কঠিন। আমি সেই দিন দুটি জিনিস নিয়ে বেরিয়েছিলাম—একটি চিত্রনাট্য, যা আমার কাছে ছিল ‘না করলে পাপ হবে’ এমন কিছু, আর একজন প্রিয় বন্ধু।”
রাহুল রবীন্দ্রন পরিচালিত এই ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে ধীরাজ মোগিলিনেনি এন্টারটেইনমেন্ট, মাস মুভি মেকার্স ও গীতা আর্টস। রাশমিকা ছাড়াও এতে অভিনয় করেছেন ধীক্ষিত শেট্টি, অনু ইমানুয়েল, রাও রমেশ ও রোহিণী।
ট্রেড বিশ্লেষকদের ধারণা, সপ্তাহান্তে আরও দর্শক সমাগম বাড়লে ছবিটি প্রথম সপ্তাহেই বড় অঙ্কের আয় করতে সক্ষম হবে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।