‘ছাগলের তিন নাম্বার বাচ্চা’ থেকে আজ নায়ক
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৫, ১৮:১৬
দেশের জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ সম্প্রতি নিজের ক্যারিয়ারের শুরুর দিকের গল্প শোনালেন এক মোটিভেশনাল অনুষ্ঠানে। মোটিভেশনাল ট্রেইনার ডন সামদানির আয়োজিত ওই অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে শুভ বলেন, একসময় তিনি প্রোডাকশনে সহকারী হিসেবে কাজ করতেন—সেই সময় থেকেই তিনি স্বপ্ন দেখতেন বড় কিছু করার।
মজার ছলে নিজের অতীতের কথা স্মরণ করে শুভ বলেন, “আমি এক সময় প্রোডাকশনে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কাজ করতাম। মানে—এই দিক আয়, এই পানি দে, এই আর্টিস্টের স্যান্ডেল মোছ—এই রকম কাজ করতাম। ওটা ছিল একটা বিজ্ঞাপনের কাজ। সেই বিজ্ঞাপনে ডন ছিলেন মডেল, আর আমি ছিলাম প্রোডাকশনের ছাগলের তিন নাম্বার বাচ্চা। কিন্তু লাইফের সাইকেল যেমন ঘোরে, আমার স্বপ্নটা বড় ছিল—তাই আজ আমি নায়ক হয়েছি।”
আরিফিন শুভ জানান, তার স্বপ্ন এবং পরিশ্রমই আজ তাকে এই জায়গায় এনেছে। তিনি তরুণদের উদ্দেশে বলেন, “শুরুটা ছোট হলেও যদি লক্ষ্য বড় হয়, তবে একদিন সফলতা আসবেই।”
মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা শুভ নাটকের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন। ২০১৩ সালে ‘ভালোবাসা জিন্দাবাদ’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। এরপর তিনি একের পর এক সফল সিনেমায় অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেন দেশের প্রথম সারির অভিনেতা হিসেবে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।