সালমান শাহকে শেষ করে দেওয়ার পেছনে সিনেমার মানুষরাই দায়ী: শাকিল খান

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৫, ১৩:০১

সংগৃহীত

নব্বই দশকের জনপ্রিয় নায়ক সালমান শাহ ও প্রায় একই সময়ের আরেক উজ্জ্বল তারকা শাকিল খান—দু’জনেই ছিলেন ঢালিউডের রোমান্টিক সিনেমার পরিচিত মুখ। সেই সময়ের স্মৃতিচারণা করতে গিয়ে সালমান শাহকে ঘিরে চমকপ্রদ মন্তব্য করেছেন অভিনেতা শাকিল খান।

শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয় ‘বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিআরএ) অ্যাওয়ার্ড ২০২৫’। অনুষ্ঠানে বিশেষ সম্মাননা পান শাকিল খান।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন,

“সালমান শাহকে শেষ করে দেওয়ার পেছনে সিনেমার মানুষেরাই দায়ী।”

সেই সময়ের ঢালিউড ও বর্তমান প্রেক্ষাপট নিয়ে খোলামেলা কথা বলেন তিনি। কেন সিনেমা থেকে দূরে, সালমান শাহর মৃত্যু প্রসঙ্গে তাঁর মতামত জানতে চাইলে শাকিল খান বলেন,

“সিনেমা থেকে অনেকদিন দূরে থাকলেও আমি এখনো নিজেকে ফিল্মম্যান বলেই পরিচয় দিই। সিনেমার কারণেই মানুষ আজও আমাকে মনে রেখেছে। আমি সিনেমা করব না—এমন কথা কখনো বলিনি। তবে সেটা হতে হবে সুস্থ ধারার সিনেমা। এখন ভালো কাজ হচ্ছে, কিন্তু আগের মতো এক প্রযোজকের ধারাবাহিক আগ্রহ আর দেখা যায় না।”

নব্বই দশকে একের পর এক ব্যবসাসফল সিনেমা উপহার দেওয়া সত্ত্বেও ‘সুপারস্টার’ তকমা না পাওয়ায় খানিক আক্ষেপের সুরও শোনা যায় তাঁর কণ্ঠে। তিনি বলেন,

“এখন একটি সিনেমা মুক্তি পেতেই অভিনেতারা সুপারস্টার হয়ে যাচ্ছেন। আমরা তখন একের পর এক হিট সিনেমা দিয়েও সেই অভিধা পাইনি। ১৯৯৬ সালে ‘এই মন তোমাকে দিলাম’ ১১টি সিনেমার সঙ্গে মুক্তি পেয়ে তুমুল জনপ্রিয়তা পায়, ব্যবসাসফল হয়। কিন্তু আমরা তখনও সুপারস্টার হইনি। দর্শকদের ভালোবাসা পেয়েছি, কিন্তু সেই তকমা না। এখন দুটি সিনেমা করলেই নামের আগে সুপারস্টার যোগ হয়—এটা আপনারাই বানাচ্ছেন।”

শাকিল খানের মতে, সিনেমার প্রতি ভালোবাসা আজও অটুট, তবে তিনি ফিরবেন কেবল তখনই, যখন প্রযোজনা ও নির্মাণে আগের সেই আন্তরিকতা ফিরে আসবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top