মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২

শ্রেয়ার প্রশংসায় নোরা ফাতেহি

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৫, ১৬:০৯

সংগৃহীত

বলিউডের নৃত্যশিল্পী ও আন্তর্জাতিক তারকা নোরা ফাতেহি সম্প্রতি ভারতের সংগীত জগতের অন্যতম প্রতিভা শ্রেয়া ঘোষালকে নিয়ে প্রশংসার ঝড় তুলেছেন। ভারতের সুর সম্রাজ্ঞীকে নিয়ে নোরা মন্তব্য করেছেন, “শ্রেয়া হাঁটতে থাকা অটো-টিউন”—অর্থাৎ, এমন নিখুঁত কণ্ঠ, যাকে প্রযুক্তির সাহায্য নেওয়ার প্রয়োজন নেই।

সিয়ারার পডকাস্টে অংশগ্রহণকালে নোরা বলেন, “যদি তুমি বলিউডের নতুন শ্রোতা হও, তাহলে শ্রেয়া ঘোষালকে শোনো। উনি এক আইকন।” তিনি আরও জানান, সম্প্রতি ‘ওহ মামা তেতেমা!’ গানে শ্রেয়ার সঙ্গে কাজ করার সময় তিনি নিজেও মুগ্ধ হয়েছেন। নোরা বলেন, “আমি তো গায়িকা নই, আমি একজন ভাইবইস্ট, কিন্তু শ্রেয়া একেবারে ভোকাল ম্যাজিশিয়ান।”

নোরা শ্রেয়াকে ‘বলিউডের আবেগ, সংস্কৃতি ও সুরের প্রতীক’ হিসেবে অভিহিত করেছেন এবং বলেছেন, “সত্যিকারের বলিউড সংগীতকে বোঝার জন্য শ্রেয়ার গান শোনা আবশ্যক।”

উল্লেখ্য, পাঁচবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শ্রেয়া ঘোষাল আজও ভারতীয় সংগীত জগতের শীর্ষে রয়েছেন। অন্যদিকে, নোরা ফাতেহি এখন শুধু বলিউড নয়, আন্তর্জাতিক মিউজিক দুনিয়ারও পরিচিত মুখ। তার সাম্প্রতিক গান ‘ওহ মামা তেতেমা!’ ইতিমধ্যেই ইউটিউবে ৬০ মিলিয়নেরও বেশি ভিউ অতিক্রম করেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top