ভারতের তাজ চলচ্চিত্র উৎসবে ‘ঊনাদিত্য’

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৫, ১৭:১২

সংগৃহীত

বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে রাজীবুল হোসেন নির্মিত পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র ‘ঊনাদিত্য – লেস দেন সান গড’ ভারতের আগ্রায় অনুষ্ঠিতব্য ৭ম গ্লোবাল তাজ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে। উৎসবটি আগামী ১৩, ১৪ ও ১৫ নভেম্বর আগ্রার জেপি অডিটরিয়াম, খান্দারি ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

চলচ্চিত্রটি বাংলাদেশে প্রথম এআই প্রযুক্তি ব্যবহার করে রিমাস্টার করা পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র, যা চলচ্চিত্র সংরক্ষণ ও ডিজিটাল পুনর্নির্মাণের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

‘হাবিব জাকারিয়া’-এর কাহিনি ও চিত্রনাট্যে নির্মিত চলচ্চিত্রটির মূল ভূমিকায় অভিনয় করেছেন রুনা খান, সমু চৌধুরী, মাহদি মাইনুল, জয় রাজ, রাকীবুল হোসেন ও স্থানীয় ওঁরাও জনগোষ্ঠীর শিল্পীরা। কাহিনিতে দেখা যায়, তরুণ আলোকচিত্রী খালেদ সৈকত ও ওঁরাও সম্প্রদায়ের তরুণ আরুণ খালকো ও স্কুলশিক্ষিকা আরতির জীবনের গল্পে ফাগুয়া উৎসব, প্রেম ও বিশ্বাসের টানাপোড়েনের মাধ্যমে জাতিগত পরিচয়, ভালোবাসা ও আত্ম-আবিষ্কারের বিষয় ফুটে উঠেছে।

এশিয়ান ইনস্টিটিউট অব মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন (এআইএমসি) বাংলাদেশের প্রযোজনায় চলচ্চিত্রটির চিত্রগ্রহণ করেছেন রাজীবুল হোসেন নিজেই। সম্পাদনা ও রঙ সংশোধন করেছেন সামীর আহমেদ এবং সংগীত পরিচালনায় ছিল ব্যান্ড ‘যাযাবর’।

উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, চলচ্চিত্র প্রদর্শনী উপলক্ষে নির্মাতা রাজীবুল হোসেন ও অভিনেত্রী রুনা খান বিশেষ আমন্ত্রণ পেয়েছেন, তবে ভারতের সঙ্গে ভিসা জটিলতার কারণে তাদের অংশগ্রহণ এখনও অনিশ্চিত।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top