প্রধান উপদেষ্টার হাত থেকে পুরস্কার নেবে ‘নতুন কুঁড়ি’র শ্রেষ্ঠরা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৫, ১৭:১৩

সংগৃহীত

বাংলাদেশ টেলিভিশনের শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের ঐতিহ্যবাহী ও জনপ্রিয় অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি ২০২৫’ এর সব পর্ব ইতিমধ্যে সফলভাবে সম্পন্ন হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিশু-কিশোররা নাচ, গান, আবৃত্তি, কৌতুক, গল্প বলা, অভিনয়সহ ১২টি বিষয়ে প্রতিযোগিতা করেছে।

চূড়ান্ত বাছাই, সেরা দশ নির্বাচন শেষে আগামী ১৩ নভেম্বর (বৃহস্পতিবার) প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সেরাদের হাতে পুরস্কার তুলে দেবেন। এছাড়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়সহ অন্যান্য মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিববৃন্দ উপস্থিত থাকবেন।

বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মাহবুবুল আলম বলেন, “‘নতুন কুঁড়ি’ শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি শিশু-কিশোরদের মেধা, মনন ও সাংস্কৃতিক বিকাশের গুরুত্বপূর্ণ মঞ্চ। এর মাধ্যমে দেশের বহু খ্যাতনামা শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব উদ্ভাবিত হয়েছে।”

তিনি আরও জানান, প্রতিযোগিতার মূল অনুষ্ঠান শেষ হলেও শিশু-কিশোরদের পারফরমেন্স চালু থাকবে। ‘শিশু প্রহর’ নামে একটি বড় অনুষ্ঠানও আয়োজনের পরিকল্পনা রয়েছে, যেখানে তারা বিভিন্ন ক্ষেত্রে নিজেদের প্রতিভা প্রদর্শন করবে। নতুন কুঁড়ির পুরস্কার বিতরণ অনুষ্ঠান নবীন প্রজন্মকে আরও অনুপ্রেরণা জোগাবে।

বাংলাদেশ টেলিভিশন বিজয়ী শিশু-কিশোর ও তাদের অভিভাবকদের ১২ নভেম্বর (বুধবার) ঢাকা কেন্দ্র, রামপুরা উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top