‘দ্য ফ্যামিলি ম্যান ৩’-এ নেই সুপর্ন এস. ভার্মা, জানালেন সরে যাওয়ার কারণ

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৫, ১২:১৭

সংগৃহীত

‘দ্য ফ্যামিলি ম্যান’ সিজন ২-এর সাফল্যের অন্যতম কারিগর ছিলেন সুপর্ন এস. ভার্মা। রাজ ও ডিকে-র সঙ্গে মিলে ভারতের অন্যতম জনপ্রিয় এই ওয়েব সিরিজটির দ্বিতীয় সিজন লিখেছিলেন ও পরিচালনা করেছিলেন তিনি। কিন্তু আসন্ন সিজন ৩-এর ট্রেলারে দেখা যায়, এইবার আর নেই তিনি। অবশেষে এক ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই জনপ্রিয় নির্মাতা নিজেই জানালেন কারণ।

বর্তমানে ইয়ামি গৌতম ও ইমরান হাশমি অভিনীত তার নতুন ছবি ‘হক’ প্রেক্ষাগৃহে সাফল্যের মুখ দেখছে। এই সিনেমার প্রচারণার মধ্যেই ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর সঙ্গে নিজের গভীর সম্পর্ক এবং সিজন ৩ থেকে সরে আসার কারণ ব্যাখ্যা করেছেন সুপর্ন।

প্রশ্ন উঠেছিল—কেন তিনি ‘দ্য ফ্যামিলি ম্যান ৩’-এর অংশ নন?

হেসে সুপর্ন বলেন,

“আসলে, আমাকে দ্বিতীয় সিজনের জন্য লেখা ও পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল, আর আমি খুব আনন্দের সঙ্গে তা করেছিলাম। কিন্তু আমাদের পেশার স্বভাবটাই এমন যে আমরা একরকম যাযাবর—এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরি।”

তিনি আরও যোগ করেন,

“আমরা এক জায়গায় তাঁবু খাটি, নতুন মানুষদের সঙ্গে মিশি, এক ধরনের এনার্জি তৈরি করি, তারপর সেই তাঁবু গুটিয়ে আবার অন্যত্র নতুন তাঁবু খাটি। এ এক চলমান মহাবিশ্ব—যা আমরা গড়ে তুলি, ভেঙে ফেলি, আবার নতুন করে গড়ে তুলি।”

তবে ভক্তদের জন্য আশার বার্তা রেখে বলেন,

“দরজা কখনো পুরোপুরি বন্ধ হয় না। কে জানে—সিজন ৪ বা ৫ হয়তো আবার আমাদের একসঙ্গে নিয়ে আসবে।”

সুপর্ন জানান, সিজন ৩-এর শুটিংয়ের সময় তিনি ‘রানা নাইডু’ ও ‘হক’ নিয়ে ব্যস্ত ছিলেন। তবুও ট্রেলার দেখে তার মত,

“এটা দারুণ হতে চলেছে। শ্রীকান্ত ও তার পরিবার এবারও বেশ ঝামেলায় পড়েছে, কিন্তু আমি নিশ্চিত—শ্রীকান্ত আর জেকে এবারও তাদের মতো করে দুনিয়া বাঁচিয়ে ফেলবে।”

দ্বিতীয় সিজনে তামিল টাইগার্সের মতো সংবেদনশীল বিষয় সামলানো প্রসঙ্গে তিনি বলেন,

“আমরা অনেক গবেষণা করেছি, বিভিন্ন অনুভূতিকে শ্রদ্ধা জানিয়েছি। যখন আপনি কোনো এজেন্ডা ছাড়াই লেখেন, তখন লেখাটা সৎ হয়। আর আমি বিশ্বাস করি—সেই সততাই দর্শকের সঙ্গে সংযোগ ঘটায়।”

মনোজ বাজপেয়ীর প্রশংসায় তিনি আরও বলেন,

“মনোজ বাজপেয়ী বিশ্বের সেরা অভিনেতাদের একজন। এমন কিছু নেই, যা তিনি করতে পারেন না। সবচেয়ে বেশি অবাক লাগে তার শিশুসুলভ কৌতূহল দেখে—তিনি সেটে আসেন বিস্ময়, ভয় আর ক্ষুধা নিয়ে; সেই এনার্জিই আশপাশের সবাইকে আরও ভালো করে তোলে।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top