অস্কার মনোনীত অভিনেত্রী স্যালি গেলেন না ফেরার দেশে
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৫, ১৪:১৭
হলিউডের গোল্ডেন গ্লোব পুরস্কারপ্রাপ্ত বর্ষীয়ান অভিনেত্রী স্যালি কর্কল্যান্ড মারা গেছেন। মঙ্গলবার (১১ নভেম্বর) ভোরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংসে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৪ বছর। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ভ্যারাইটি এই খবর প্রকাশ করেছে।
স্যালির মুখপাত্র মাইকেল গ্রিন জানান, গত অক্টোবরে গোসল করার সময় পড়ে গিয়ে তার পাঁজর ও পায়ে গুরুতর আঘাত লাগে। এরপরই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। গত সপ্তাহে তাকে হসপিস কেয়ারে নেওয়া হয়েছিল। তিনি এর আগেও হাড়ের সমস্যায় ভুগছিলেন এবং ডিমেনশিয়াতেও আক্রান্ত ছিলেন।
নিউইয়র্কে জন্মগ্রহণকারী স্যালি কর্কল্যান্ড কিংবদন্তি অভিনয় প্রশিক্ষক লি স্ট্রাসবার্গের কাছে অভিনয়ের প্রশিক্ষণ নেন। তার ক্যারিয়ার শুরু হয় অফ-ব্রডওয়ে প্রোডাকশনস ও অ্যাভান্ট-গার্ড থিয়েটার দিয়ে। ১৯৬৪ সালে অ্যান্ডি ওয়ারহল নির্মিত ‘দ্য ১৩ মোস্ট বিউটিফুল উইমেন’ চলচ্চিত্রের মাধ্যমে তিনি বড় পর্দায় অভিষেক করেন।
সত্তর দশকে তিনি ‘কোজাক’, ‘বারেটা’, ‘থ্রিস কোম্পানি’সহ জনপ্রিয় টিভি সিরিজে অতিথি চরিত্রে অভিনয় করেন। ‘দ্য ওয়ে উই ওয়ার’, ‘সিন্ড্রেলা লিবার্টি’, ‘আ স্টার ইজ বর্ন’-এর মতো চলচ্চিত্রেও তাকে দেখা যায়।
১৯৮৪ সালে ‘ফেইটল গেমস’-এ প্রথমবার প্রধান চরিত্রে অভিনয় করেন তিনি। তবে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য আসে ১৯৮৭ সালে ‘আনা’ সিনেমার মাধ্যমে, যা তাকে সেরা অভিনেত্রী বিভাগে অস্কার মনোনয়ন এবং গোল্ডেন গ্লোব পুরস্কার এনে দেয়। পরবর্তী সময়ে তিনি ‘জেএফকে’, ‘ব্রুস অলমাইটি’, ‘হোপ ফর দ্য হলিডেস’সহ অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নেন।
স্যালি কর্কল্যান্ড শুধু একজন প্রতিভাবান অভিনেত্রীই ছিলেন না, বরং হলিউডের ইতিহাসে তার অবদান আজও স্মরণীয় থাকবে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।