বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২

ধর্মেন্দ্র হাসপাতাল থেকে ছাড়া পেলেন, শারীরিক অবস্থা স্থিতিশীল

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৫, ১৪:৪৭

সংগৃহীত

বলিউডের প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হওয়ার পর অবশেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তার শারীরিক অবস্থা সম্পূর্ণ স্থিতিশীল এবং বাড়িতেই তিনি তার প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে যাবেন।

অভিনেতার টিম ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছে, তার শারীরিক পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আপাতত তিনি নিজ বাসভবনে বিশ্রাম নিচ্ছেন। তারা সবাইকে অনুরোধ করেছেন, ধর্মেন্দ্রের শারীরিক অবস্থার বিষয়ে কোনো গুজব বা ভুয়া খবর ছড়াবেন না এবং তার ব্যক্তিগত গোপনীয়তা ও সম্মান বজায় রাখবেন।

উল্লেখ্য, ১০ নভেম্বর হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর ‘হিম্যান’ খ্যাত এই কিংবদন্তি অভিনেতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেই সময় তার মৃত্যুর ভুয়া খবর ছড়িয়ে পড়ায় ভক্তদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়। পরে পরিবার সেই খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে নিশ্চিত করে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top