পরিচালক সৃজিত মুখার্জি এবার সুরকার হিসেবে আত্মপ্রকাশ
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৫, ১৫:২৮
টলিউডের পরিচিত পরিচালক সৃজিত মুখার্জি এবার নতুন ভূমিকায় হাজির হচ্ছেন—সুরকার হিসেবে। এর আগে ‘লে ছক্কা’, ‘ক্রস কানেকশন’সহ একাধিক ছবিতে গান লিখলেও কখনো সুর বাঁধেননি তিনি। এবার নিজের ছবির গান নয়, অন্য পরিচালকের ছবিতেই সুরকার হিসেবে কাজ করতে যাচ্ছেন সৃজিত।
জানা গেছে, পরিচালক সুমন ঘোষের নতুন ছবি ‘শ্রীরামপুর ডায়রিজ’-এ সৃজিত সুরকার হিসেবে দায়িত্ব পালন করবেন। ছবিটি নয়ের দশকের গোড়ার দিকের প্রেম কাহিনি কেন্দ্র করে তৈরি হচ্ছে। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন ঋদ্ধি সেন এবং সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়।
এছাড়া সৃজিতের আসন্ন ছবি ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’-এও তিনি সুরকার হিসেবে দেখা যাবে। ছবিতে গান গাইবেন অন্য সঙ্গীতশিল্পীরা। ছবিটি মুক্তি পাবে আগামী বছরের ১ মে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।