বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২

স্নিগ্ধের বিতর্কিত মন্তব্যে তোলপাড়, অভিনেত্রী মেহের আফরোজ শাওনের পাল্টা প্রতিক্রিয়া

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৫, ১৫:৩৮

সংগৃহীত

সদ্য বিএনপিতে যুক্ত রাজনীতিবিদ মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত মন্তব্য করে আবারও আলোচিত হয়েছেন। মঙ্গলবার (১১ নভেম্বর) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লক্ষ্য করে বলেন, “ফ্যাসিস্ট দলের প্রধান শেখ হাসিনাকে ফাঁসিতে না ঝোলানো পর্যন্ত তার নাম মাথায় ঘুরবে।”

মীর মাহবুবুর রহমান আরও জানান, “অন্তরে ঘৃণা নিয়ে যে নামটির জন্ম হয়েছে, সেটি হলো শেখ হাসিনার নাম। এটা শুধু আমার নয়; বরং বাংলাদেশের অনেক সাধারণ মানুষেরও অনুভূতি, যারা বিগত ১৬ বছরে নানা অত্যাচারের শিকার হয়েছে। যতদিন পর্যন্ত এই খুনি হাসিনাকে ফাঁসির দড়িতে না ঝোলানো হচ্ছে, ততদিন শান্তি নেই।”

এই মন্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অভিনেত্রী মেহের আফরোজ শাওনও পাল্টা পোস্টে মন্তব্য করেন, “আপনার স্ক্রিপ্ট কে লিখে দেয় ভাইয়া? অতি দ্রুত তাকে বদলে একজন ভালো স্ক্রিপ্ট রাইটার নিয়োগ দিন। এই স্ক্রিপ্ট ‘লিটনের ফ্ল্যাট’ এর রচয়িতার চেয়েও খারাপ হয়েছে।”

মীর মাহবুবুর রহমান স্নিগ্ধের এই মন্তব্যকে ঘিরে নেটিজেনদের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে, কেউ সমর্থন করছেন, কেউ সমালোচনা করছেন।

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top