শিক্ষার্থীর মাথা ফাটানো নিয়ে ক্ষুব্ধ পরীমণি

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৫, ১২:৪৭

সংগৃহীত

সুনামগঞ্জ জেলার একটি বিদ্যালয়ে ক্লাস চলাকালীন প্রধান শিক্ষকের ডাস্টারের আঘাতে এক শিক্ষার্থীর মাথা ফেটে রক্তাক্ত হওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধরা পড়ে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠেছে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, ক্লাস চলাকালীন কিছু শিক্ষার্থী শ্রেণিকক্ষের বাইরে ছোটাছুটি করছিল। তখন প্রধান শিক্ষক শ্রেণিকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের শাসন করতে শুরু করেন। একপর্যায়ে সামনের সারিতে বসা এক ছাত্রীকে তিনি হাতে থাকা ডাস্টার দিয়ে মাথায় আঘাত করেন। আঘাতে সঙ্গে সঙ্গে ছাত্রীটির মাথা ফেটে রক্ত ঝরতে শুরু করে।

ফুটেজে আরও দেখা যায়, রক্ত ঝরতে থাকা শিক্ষার্থীকে শিক্ষক দাঁড় করিয়ে রাখেন এবং মেঝেতে পড়ে থাকা রক্ত অন্য এক শিক্ষার্থীকে মুছে দিতে বলেন।

নেটিজেনদের ক্ষোভ

ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষ তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। জনপ্রিয় অভিনেত্রী পরীমণিও ভিডিওটি নিজের ফেসবুকে শেয়ার করে অভিযুক্ত শিক্ষককে ‘বিকৃত মানসিকতার লোক’ বলে অভিহিত করেছেন। তিনি লিখেছেন, “কত বড় বিকৃত মানসিকতার লোক! এটা শিক্ষক হয় কিভাবে?”

নেটিজেনরা অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একজন মন্তব্য করেছেন, “মেয়েরা কোমলমতি, তাদের এমনভাবে আঘাত করা মেনে নেওয়া যায় না। প্রধান শিক্ষককে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে।” অন্য একজন লিখেছেন, “উনাকে বিচারের আওতায় আনার জোর দাবি জানাই।”

প্রসঙ্গত, এ ঘটনার তদন্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী পদক্ষেপ নিচ্ছে, সেই বিষয়ে বিস্তারিত তথ্য এখনও প্রকাশিত হয়নি।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top