ভিকি-ক্যাটরিনা প্রথমবার ফাঁস করলেন দাম্পত্যের ‘সিক্রেট’
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৫, ১৩:২৮
কিছুদিন আগেই মা-বাবা হয়েছেন বলিউডের জনপ্রিয় দম্পতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। চার বছরের দাম্পত্যে প্রথমবার সন্তানের মুখ দেখার আনন্দে ভাসছেন তারা। তবে ব্যক্তিগত জীবন বা ‘বেডরুম সিক্রেট’ নিয়ে কখনোই প্রকাশ্যে কথা বলতেন না এই তারকা জুটি।
সম্প্রতি একটি টক শো-তে হাজির হয়ে নিজের বেডরুমের রমণীয় রহস্য ফাঁস করলেন ভিকি কৌশল। স্ত্রীর সঙ্গে সম্পর্ক চাঙ্গা রাখার টিপস শোনালেন অভিনেতা।
‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’ শোর সাম্প্রতিক পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিকি। সঞ্চালিকা দুইজন কাজল ও টুইঙ্কেল জানতে চাইলেন—ভাল কথোপকথন নাকি তৃপ্ত যৌনমিলন, কোনটি দাম্পত্য জীবনে বেশি গুরুত্বপূর্ণ?
ভিকির জবাব ছিল সরাসরি এবং খোলামেলা, “কথাবার্তা তো চলতেই থাকে সব সময়। তবে ঘন ঘন যৌনমিলন মাস্ট!”
ভিকির এমন খোলামেলা মন্তব্য শুনে সঞ্চালিকা দুইজন হাসিতে গড়িয়ে পড়েন। বিয়ের চার বছর পরেও ভিকি-ক্যাটরিনা যে প্রেমে হাবুডুবু খাচ্ছেন, তা সবারই জানা। তবে এবার কাজল-টুইঙ্কেলের রসিক প্রশ্নের সামনে ভিকির এই জবাব সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে।
বর্তমানে জুহুর সমুদ্রমুখী বিলাসবহুল বাংলোয় সন্তানকে ঘিরে সুখের সংসারে ব্যস্ত এই দম্পতি। জানা গেছে, আগামী ১৩ নভেম্বর অ্যামাজন প্রাইমে এই পর্বটি সম্প্রচারিত হবে। টিজারেই ভিকির মন্তব্য অনুরাগীদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। কেউ রসিকতা করে লিখছেন, “ক্যাটরিনা যদি ভালো শিক্ষিকা হন, ভিকিও বাধ্য ছাত্র!”
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।