বৃহঃস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২

মুক্তির আগেই ৪০০ কোটি আয় বিজয়ের শেষ সিনেমার

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৫, ১৩:৫৭

সংগৃহীত

দক্ষিণ ভারতের সুপারস্টার থালাপতি বিজয়, যিনি বর্তমানে পুরোদস্তুর রাজনীতিবিদ, তাঁর অভিনয় জীবন শেষ করে ‘জন নায়াগান’ সিনেমায় ফিরছেন। রাজনীতিতে যুক্ত হওয়ার আগে এই সিনেমাটি ছিল তার সর্বশেষ অভিনয়, যেখানে তিনি একজন রাজনৈতিক নেতার চরিত্রে দেখা যাবে।

সিনেমার মুক্তি ২০২৬ সালের ৯ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে, মুক্তির দুই মাস আগেই সিনেমাটির প্রি-রিলিজ ব্যবসা বাণিজ্য মহলে তোলপাড় সৃষ্টি করেছে। স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী, শুধুমাত্র তামিলনাড়ু থিয়েটার স্বত্ব বিক্রয় থেকে ১০০ কোটি রুপি, বিদেশি স্বত্ব থেকে ৮০ কোটি রুপি, সংগীতের স্বত্ব থেকে ৩৫ কোটি রুপি এবং ডিজিটাল স্ট্রিমিং স্বত্ব থেকে ১১০ কোটি রুপি আয় হয়েছে। প্রাথমিক হিসাব অনুযায়ী, মোট প্রাক-মুক্তি আয় ইতিমধ্যেই ৩২৫ কোটি রুপি ছাড়িয়েছে এবং অনুমান করা হচ্ছে চূড়ান্ত আয় ৪০০ কোটি রুপির কাছাকাছি পৌঁছাবে।

আগে চলতি বছর ২৭ সেপ্টেম্বর তামিলনাড়ুর কারুরেতে একটি নির্বাচনী সমাবেশে পদদলনের ঘটনা ঘটে, যেখানে ৩৯ জনের বেশি নিহত এবং ১৫০ জনের বেশি আহত হন। এই ঘটনায় ‘জন নায়াগান’ সিনেমার মুক্তির সম্ভাবনা নিয়ে গুঞ্জন ছড়ায়। তবে সব গুঞ্জন উড়িয়ে ৮ নভেম্বর প্রকাশিত হয়েছে সিনেমার টাইটেল ট্র্যাক ‘থালাপতি কাছেরি’, এবং মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে।

ছবিটি পরিচালনা করেছেন এইচ বিনোথ। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওল, মামিথা বাইজু, গৌতম বাসুদেব মেনন, প্রকাশ রাজ, নরেন এবং প্রিয়ামণি।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top