সিদ্ধার্থ শুক্লার মৃত্যু নিয়ে মুখ খুললেন শেহনাজ গিল
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫, ১৪:২২
বিগ বস ১৩–এর জনপ্রিয় অভিনেত্রী শেহনাজ গিল সম্প্রতি তার ব্যক্তিগত জীবনের কিছু দিক নিয়ে মুখ খুলেছেন। বিশেষ করে প্রেমিক ও টেলিভিশনের সুপরিচিত অভিনেতা সিদ্ধার্থ শুক্লার হঠাৎ মৃত্যুর পর তার জীবনে ঘটে যাওয়া পরিবর্তন নিয়ে তিনি কথা বলেছেন।
শেহনাজ ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে আলাপচারিতায় বলেন, “সিদ্ধার্থ আমাকে অনেক পরিণত করে দিয়ে গেছেন। তাঁর চলে যাওয়ার পর আমি সত্যিকারের বড় হয়ে গিয়েছি। না হলে এখনও বিগ বসের সেই হাসিখুশি, বিন্দাস মেয়েটাই হইতাম।”
বর্তমানে তার প্রেম বা সম্পর্কের বিষয়ে স্পষ্ট উত্তর দিতে চাইলেও শেহনাজ বলেন, “কোনও সম্পর্ক হোক তা আগে থেকে নিশ্চয়তা দেওয়া যায় না। তাই আমি ব্যক্তিগত জীবন যতটা সম্ভব ব্যক্তিগত রাখতে চাই।” তিনি আরও জানান, ভবিষ্যতে যদি সন্তান হয়, তবুও তাদের মুখ প্রকাশ্যে আনবেন না, যতক্ষণ না তারা নিজেরা প্রকাশ্যে আসতে চায়।
শেহনাজ জানিয়েছেন, ধর্ম তার কাছে কোনও বাধা নয়; হিন্দু বা মুসলিম—যেকোনো হতে পারে। তবে তিনি পাঞ্জাবি ছেলেকে বিবাহে পছন্দ করছেন না কারণ তাঁর মতে পাঞ্জাবি ছেলেরা একটু বেশি নিয়ন্ত্রণপ্রিয়, যা তাঁর সঙ্গে মিলবে না। ক্রিকেটারদের ক্ষেত্রে তিনি হালকা হাসি দিয়ে বলেন, “ওরা তো সব সময় ঘুরে বেড়ায়। এত মেয়ের ভিড়ে একজনের প্রতি কতটা অনুগত থাকবে, সেটা প্রশ্ন।”
সাক্ষাৎকারে শেহনাজের কথায় স্পষ্ট, সিদ্ধার্থের আচমকা মৃত্যু তাকে জীবনের গভীরতা, দায়বদ্ধতা ও আত্মরক্ষার পাঠ শিখিয়েছে। এক পরিণত ও নিজেকে আরও ভালোভাবে চেনা শেহনাজকে এবার দর্শক পেলেন এই আলাপে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।