রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২

‘নতুন কুঁড়ি’ চ্যাম্পিয়ন হলেন প্রেয়সী চক্রবর্তী ও শুভমিতা তালুকদার

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫, ১৪:২৩

সংগৃহীত

প্রায় দুই দশকের বিরতির পর গত সেপ্টেম্বরে নাম নিবন্ধনের মাধ্যমে পুনরায় শুরু হওয়া শিশু সংগীত প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি’–তে টাঙ্গাইলের প্রেয়সী চক্রবর্তী ও সুনামগঞ্জের শুভমিতা তালুকদার যথাক্রমে ‘ক’ ও ‘খ’ বিভাগের চ্যাম্পিয়ন নির্বাচিত হয়েছেন।

টাঙ্গাইল সদরের আকুরটাকুর পাড়ার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী প্রেয়সী চক্রবর্তী ‘ক’ বিভাগে আধুনিক ও রবীন্দ্রসংগীতে প্রথম এবং নজরুলসংগীতে সেরা দশে স্থান করে প্রতিযোগিতার সেরা শিশু হিসেবে আত্মপ্রকাশ করেছেন। প্রেয়সী বর্তমানে ভারতের দিল্লি বিশ্ববিদ্যালয়ে শাস্ত্রীয় সংগীতে উচ্চশিক্ষা গ্রহণ করছেন। তিনি মূলত পরিবারের সাহায্যে গানের হাতেখড়ি পেয়েছেন এবং বাইরে ড. অসিত রায়ের ষড়জ পঞ্চম রাগসংগীত একাডেমিতে প্রশিক্ষণ নিচ্ছেন। প্রেয়সী বলেন, “সব ধরনের গানের চর্চা চালিয়ে যাব। আমার চর্চা ঠিক করবে ভবিষ্যতে কোন গান নিয়মিত গাইব।”

অপরদিকে, সুনামগঞ্জের সপ্তম শ্রেণির শিক্ষার্থী শুভমিতা তালুকদার ‘খ’ বিভাগে রবীন্দ্রসংগীতে প্রথম, নজরুলসংগীতে দ্বিতীয় এবং দেশাত্মবোধক গানে পঞ্চম স্থান অর্জন করে চ্যাম্পিয়ন হয়েছেন। তিন বছর ধরে জেলা শিল্পকলা একাডেমি ও গীতবিতানের অধ্যক্ষ অনিমেষ বিজয় চৌধুরীর কাছ থেকে বিভিন্ন ধারার গান ও উচ্চাঙ্গসংগীতে প্রশিক্ষণ নিচ্ছেন তিনি। শুভমিতা জানান, “কোনো না কোনো বিভাগে ভালো করব এমন প্রত্যাশা ছিল, কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার কথা ভাবিনি। বড় হয়ে হয়তো একধরনের গান বেছে নেব।”

প্রতিযোগিতার সাফল্যের পেছনে দুজনের পরিবারকেও গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। প্রেয়সীর বাবা পল্লব চক্রবর্তী ও মা রাখি চক্রবর্তী, এবং শুভমিতার বাবা দ্বীপন কুমার তালুকদার ও মা শান্তনা সরকার এই যাত্রায় সন্তানের পাশে ছিলেন।

‘নতুন কুঁড়ি’–তে তাদের এই সাফল্য শিশু সংগীতের জগতে নতুন উদ্যম যোগ করেছে এবং দুই প্রতিভাবান শিল্পীর ভবিষ্যৎ সম্ভাবনার দিকে দৃষ্টি আকর্ষণ করেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top